নরসিংদী প্রতিনিধি
নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযানে অবৈধ অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। শনিবার রাতে জেলার মাধবদী ও পলাশ থানায় পৃথক অভিযান চালিয়ে দুইটি ওয়ান শুটারগান (আগ্নেয়াস্ত্র) ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।। রবিবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শামসুল আরেফীন।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ০৪ সেপ্টেম্বর হতে সারাদেশে একযোগে পরিচালিত অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানের অংশ হিসেবে নরসিংদীর পুলিশ সুপার মোঃ আব্দুল হান্নান এর প্রত্যক্ষ দিক নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় শনিবার রাতে মাধবদী থানার একটি টিম গোপন তথ্যের ভিত্তিতে আনন্দী ব্রিজের পূর্বপাশে বাংলা মার্কেটে এলাকায় অভিযান চালায়। এসময় পরিত্যাক্ত অবস্থায় একটি বাজারের ব্যাগে একটি আগ্নেয়াস্ত্র ওয়ান শুটারগান এবং ৪ রাউন্ড সবুজ রং এর ওয়ান শুটারগানের কার্তুজ উদ্ধার করা হয়।
একই রাতে অপর একটি অভিযানে পলাশ থানা পুলিশ ফুলবাড়িয়া হালদারপাড় এলাকায় অভিযান চালায়। এসময় পরিত্যক্ত অবস্থায় একটি ওয়ান শুটারগান উদ্ধার করে। উদ্ধারকৃত অস্ত্র ও গুলি মাধবদী এবং পলাশ থানা হেফাজতে রয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।