নিজস্ব প্রতিবেদক
সম্পূর্ণ অরাজনৈতিক ও সেবামূলক সংগঠণ হিসেবে রোটারী ক্লাব বিশ্বব্যাপী সমাদৃত। ঘূর্ণায়মান পদ্ধতিতে সদস্যদের কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয় বিধায় এর নাম রোটারী রাখা হয়েছে। শুরুতে এটি ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব রোটারী ক্লাবস নামে পরিচিত ছিল। ১৯২২ সালে এর নামকরণ করা হয় রোটারী ইন্টারন্যাশনাল। কিন্তু বিশ্বের অন্যান্য দেশে এ সংগঠনটি রোটারী ক্লাব নামে পরিচিত।
নরসিংদীতে দীর্ঘ থেকে ব্যবসায়িক ও বিভিন্ন পেশাজীবি ব্যক্তিরা এ সংগঠনের সাথে জড়িত। নরসিংদীতে ইতোমধ্যে মেঘনা জোনের আন্ডারে মোট ৬টি রোটারী ক্লাব পরিচালিত হচ্ছে। রোটারী ক্লাবগুলো পরিচালনা জন্য প্রতিরোটারী বছরে (জুলাই থেকে জুন) প্রেসিডেন্ট ও সেকেটারী নিযুক্ত করা হয়। ক্লাব সকল সদস্যরা পর্যায়ক্রমে ওই পদে আসীত হয়।
রোটারী ক্লাব অব নরসিংদী, রোটারী ক্লাব অব মেঘনা, নরসিংদী, রোটারী ক্লাব অব নরসিংদী মিডটাউন, রোটারী ক্লাব অব মাধবদী, রোটারী ক্লাব অব নরসিংদী রিভারসাইড ও রোটারী ক্লাব অব নরসিংদী সিটি নরসিংদীর এই ৬ টি রোটারী ক্লাবের বিগত সময়ে দায়িত্বে থাকা প্রেসিডেন্টদের (পাস্ট প্রেসিডেন্ট) একসাথে করে একটি প্লাটফর্মে আনার প্রয়াসে “পাস্ট প্রেসিডেন্ট ফোরাম, নরসিংদী” নামে নতুন একটি সংগঠন যাত্রা শুরু করেছে। বৃহস্পতিবার রাতে নরসিংদী শহরের বাজিরস্থ গ্র্যান্ট রেষ্টুরেন্টে মেঘনা জোনের ৬ টি রোটারী ক্লাবের প্রায় ৩০ জন পাস্ট প্রেসিডেন্টে উপস্থিতিতে “পাস্ট প্রেসিডেন্ট ফোরাম, নরসিংদী” নামে এই সংগঠনটি যাত্রা শুরু করে। এসময় রোটারী ক্লাব অব নরসিংদী ‘র পাস্ট প্রেসিডেন্ট চৌধুরী মো. ইয়াহিয়াকে সভাপতি ও রোটারী ক্লাব অব নরসিংদী মিডটাউ ‘র মাহাবুবুর রহমান মনিরকে সাধারণ সম্পাদক করে “পাস্ট প্রেসিডেন্ট ফোরাম, নরসিংদী” এর ৮ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠণ করা হয়। কমিটির কার্যকাল এক রোটারী বছর দীর্ঘস্থায়ী হবে।
আগামী ১ জুলাই থেকে সংগঠনটির এই কাযনির্বাহী কমিটি তাদের কাজ শুরু করবে। ৮ সদস্য বিশিষ্ট কাযনির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়া বাকী ৬টি পদে ৬ টি ক্লাবের ৬ জন কাযনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। তারা হলেন, রোটারী ক্লাব অব নরসিংদ ‘র আবদুর রহমান ভূঁইয়া, রোটারী ক্লাব অব মেঘনা নরসিংদী’র মো. মাসুদুর রহমান মাসুদ, রোটারী ক্লাব অব নরসিংদী মিডটাউন’র এড. ফারুখ আহমেদ কাজল, রোটারী ক্লাব অব মাধবদী’র মো. রফিকুল ইসলাম, রোটারী ক্লাব অব নরসিংদী রিভারসাইড’র মোসাৎ ফারহানা হক ও রোটারী ক্লাব অব নরসিংদী সিটি’র মো. বেলায়েত হোসেন।
উল্লেখ্য, রোটারি ইন্টারন্যাশনাল ব্যবসায়িক ও পেশাদার ব্যক্তিদের নিয়ে গড়ে উঠা বিশ্বব্যাপী সেবামূলক সংগঠন। উচ্চস্তরের মানদণ্ড, সমাজ সেবা ও আন্তর্জাতিক বোঝাপড়ায় এ সংগঠনের ভূমিকা অপরিসীম। প্রত্যেক ব্যবসায়িক ও পেশাদার ক্লাব থেকে একজন ব্যক্তি রোটারী ক্লাবের সদস্য হয়ে থাকেন। শিকাগোর মার্কিন অ্যাটর্নি পল পি. হ্যারিস ১৯০৫ সালে এ সংগঠনটি প্রতিষ্ঠা করেন যা বিশ্বের অন্যতম প্রাচীন সেবাধর্মী প্রতিষ্ঠানরূপে স্বীকৃত। প্রাতিষ্ঠানিক ভিত্তি, ব্যবসায় ও পেশাদারী পর্যায়ে উচ্চ নৈতিক মূল্যবোধ গঠন এবং বিশ্বব্যাপী ফেলোশীপ প্রদানের মহান ব্রত নিয়ে আদর্শ সেবাপ্রদানকল্পে এ সংগঠনটি গঠন করেন। প্রতিষ্ঠাকালীন সময়েই এ সংগঠনের সদস্যপদের জন্য সীমারেখা নির্দিষ্ট করে যান। একবিংশ শতকের শুরুতে বিশ্বের দুই শতাধিক দেশ ও ভৌগোলিক এলাকায় ১.২২ মিলিয়নেরও অধিক সদস্য রয়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের ইলিনয়িস অঙ্গরাজ্যের এভানস্টোনে এর সদর দফতর অবস্থিত। ঘূর্ণায়মান পদ্ধতিতে সদস্যদের কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয় বিধায় এর নাম রোটারী রাখা হয়েছে। শুরুতে এটি ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব রোটারী ক্লাবস নামে পরিচিত ছিল। ১৯২২ সালে এর নামকরণ করা হয় রোটারী ইন্টারন্যাশনাল। কিন্তু বিশ্বের অন্যান্য দেশে এ সংগঠনটি রোটারী ক্লাব নামে পরিচিত। বিভিন্ন জনকল্যাণমূখী সেবামূলক প্রকল্প গ্রহণের পাশাপাশি ১৯২৮ সালে রোটারী ফাউন্ডেশন গঠন করা হয়। ফাউন্ডেশনের অর্থায়ণে বিদেশে পড়াশোনার জন্য বৃত্তি, মানবধর্মী প্রকল্পে অর্থবরাদ্দ এবং রোটারীয়ানদেরকে বিদেশ সফরে নিয়ে যাওয়া হয়।