নরসিংদী প্রতিনিধি
ষড়ঋতুর দেশ বাংলাদেশ। ছয়টি ঋতুর একটি ঋতু বর্ষা। নরসিংদীতে জাকজমকপূর্ণ পরিবেশে বর্ষাকে বরণ করা হয়েছে। নরসিংদীর পরিশীলন সাহিত্য-সংস্কৃতি পরিষদের উদ্যোগে ‘রিমঝিম রিমঝিম বাজে বরষা’ শিরোনামে বর্ষাবরণ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ জুলাই) বিকেলে নরসিংদী ইডিপেন্ডেন্ট কলেজ মিলনায়তনে এ বর্ষাবরণ অনুষ্ঠিত হয়।
পরিশীলন সাহিত্য সংস্কৃতি পরিষদের সভাপতি ও নরসিংদী সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর কালাম মাহমুদের সভাপতিত্বে বর্ষবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর গোলাম মুস্তাফা মিয়া ও নরসিংদী ইডিপেন্ডেন্ট কলেজের অধ্যক্ষ নকশিশের সভাপতি ড. মশিউর রহমান মৃধা৷
আলোচনা পর্বে স্বাগত বক্তব্য রাখেন পরিশীলন সাহিত্য সংস্কৃতি পরিষদের সাধারণ সম্পাদক আব্দুলাহ আল মামুন রাসেল।
এ সময় অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন নরসিংদী মডেল কলেজের অধ্যক্ষ কামরুজ্জামান, নকশিশের সাধারণ সম্পাদক অধ্যাপক তোফাজ্জল হোসেন, নবধারা স্কুলের প্রধান শিক্ষক মোতাহের হোসেন অনিক প্রমুখ
বর্ষবরণ অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত বিশিষ্ট আবৃত্তিকার ভেলানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলতাফ রানার নান্দনিক উপস্থাপনা উপস্থিত দর্শকদেরকে মুগ্ধ করে।
পরিশীলন সাহিত্য-সংস্কৃতি পরিষদ নামের নরসিংদীর এই সাংস্কৃতিক সংগঠনটির এক ঝাক তরুণ-তরুণীর পরিবেশনা- রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে এই ভালোবাসাতে আমাকে ভাসাতে; প্রাণে দোলা লাগে; আজি ঝরঝর মুখর বাদল দিনে, এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন; আজ এই বৃষ্টির কান্না দেখে মনে পড়লো তোমায়; আমার সারাটা দিন মেঘলা আকাশ: এমন কিছু গান, নাচ ও কবিতা আবৃত্তিতে বর্ষার দিনের সেই আবেগিয় ভাব নরসিংদীর ইন্ডিপেন্ডেন্ট কলেজ মিলনায়তনে ফুটিয়ে তোলে। সুরের মূর্ছনায় অদৃশ্য এক আবেগী মোহ মনোমুগ্ধ হয়ে দীর্ঘ সময় পার করেছে নরসিংদীর ইন্ডিপেন্ডেন্ট কলেজ মিলনায়তনে আয়োজিত বর্ষাবরণ অনুষ্ঠানে উপস্থিত শ্রোতা ও আমন্ত্রিত অতিথিরা।


