নরসিংদী প্রতিনিধি
নরসিংদীতে ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক বন্ধনকে সুসংহত করার লক্ষ্যে সামাজিক-সম্প্রীতির এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে নরসিংদী জেলা প্রশাসনের উদ্যোগে জেলার শিশু একাডেমী মিলনায়তনে এ সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়।
সামাজিক সম্প্রীতির এই সমাবেশে প্রধান অতিথি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী- জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্টেট আবু নাইম মোহাম্মদ মারুফ খান।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোস্তফা মনোয়ারের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম, স্থানীয়্য সরকার বিভাগের উপ পরিচালক ভূঁঞা মোহাম্মদ রেজাউর রহমান ছিদ্দিকি, নরসিংদী জেলা আওয়ামীলীগের সভাপতি জিএম তালেব হোসেন, নরসিংদী পৌর মেয়র এড. আমজাদ হোসেন বাচ্চু, নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর গোলাম মোস্তফা মিয়া, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি বাবু অহি ভূষণ চক্রবর্তী, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অনিল চন্দ্র ঘোষ, সাধারণ সম্পাদক সুব্রত কুমার দাস প্রমুখ।
সম্প্রীতি সমাবেশে জেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ, উপজেলা পরিষদের চেয়ারম্যান, রাজনৈতিক নেতা, ইউপি চেয়ারম্যান, সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা, মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত, বিভিন্ন স্কুল, মাদরাসা ও কলেজের শিক্ষকসহ সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
#