নরসিংদী, হৃদয় এস সরকার: সাংগঠনিক বহির্ভূত কাজ ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নরসিংদী জেলা আওয়ামীলীগ থেকে একসাথে তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে।সোমবার বিকেলে জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি জিএম তালেব হোসেন ও সাধারণ সম্পাদক পীরজাদা মোহাম্মদ আলীর স্বাক্ষরিত একটি প্যাডে এ বহিষ্কার আদেশ জারি করা হয়।
বহিষ্কারকৃতরা হলেন, জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শাখাওয়াত হোসেন মোল্লা, সাংগঠনিক সম্পাদক ওয়ালিউর রহমান আজিম,তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জনাব মোবারক হোসেন ভূঁইয়া।
প্যাডে উল্লেখ্য কার হয়, বাংলাদেশ আওয়ামী লীগ এর নির্দেশে গঠনতন্ত্র অনুযায়ী নরসিংদী জেলা আওয়ামী লীগ এর ভাপ্রাপ্ত সভাপতি ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এর উপস্থিতিতে নিয়মতান্ত্রিকভাবে নরসিংদী শহর আওয়ামী লীগ এর ৯টি ওয়ার্ডে জাকজমকপূর্ণ ও সফলতার সাথে সম্মানিত কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে ওয়ার্ডসমূহের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। তারপরও জেলা আওয়ামী লীগ সিদ্ধান্তের বাহিরে গিয়ে দলে বিভক্তি সৃষ্টির উদ্দেশ্যে আপনারা নিজে উপস্থিত থেকে একাধিক বার নৌকার বিদ্রোহী প্রার্থী এস এম কাইয়ুম ও নৌকা বিরাধী ব্যাক্তিদের সাথে নিয়ে উদ্দেশ্য প্রণদিতভাবে পুনরায় কয়েকটি ওয়ার্ড সম্মেলন করায় আপনাদের কারন দর্শানোর নোটিশ দেয়া হয়। পরবর্তীতে আপনি জবাব প্রদান করেন যা সন্তুষ্টজনক নয়।দলে বিভক্তি সৃষ্টির উদ্দেশ্যে নিজেরা উপস্থিত থেকে দলীয় পদ হতে অব্যাহতি প্রাপ্ত উপজেলা চেয়ারম্যান আফতাব উদ্দিন ভূইয়াকে প্রধান অতিথি এবং পৌর নির্বাচনে একাধিকবার নৌকার বিদ্রোহী প্রার্থী এস এম কাইয়ুমকে বিশেষ অতিথি করে নরসিংদী শহর আওয়ামীলীগ এর ওয়ার্ড সমূহের বিতর্কিত সম্মেলন করছেন।
নরসিংদী সদরের গত পৌর নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে কাজ না করা, বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ, জেলা আওয়ামী লীগ এর সিদ্ধান্তের বাহিরে গিয়ে বিভিন্ন ওয়ার্ডের সম্মেলন করা, দলীয় শৃংখলা ভঙ্গ করা, দলে বিভাজন সৃষ্টি করা এবং গঠনতন্ত্র বিরোধী কার্যকলাপের জন্য। আপনাদের সাংগঠনিক সম্পাদক পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো।