মানাবেন্ড রায়
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, বাংলাদেশের ক্রীড়া জগতের উজ্জ্বল নক্ষত্র, মুক্তিবাহিনীর অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী পালন করেছে নরসিংদী জেলা ও শহর তাঁতীলীগ। দেশের ক্রীড়া জগতের এই উজ্জ্বল নক্ষত্রের জন্মবার্ষিকী উপলক্ষে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা তাঁতীলীগের আহবায়ক কায়কোবাদ হোসেন কানু। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা তাঁতীলীগের সদস্য সচিব হিরু সরকার।
নরসিংদী শহর তাঁতীলীগের সভাপতি জাকির হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক
রাজন মিয়ার সঞ্চলনায় এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, শহর তাঁতীলীগের সহ সভাপতি সোহেল মিয়া, যুগ্ন সাধারণ সম্পাদক তৌহিদ ফকির সোহাগ, সাংগঠনিক সম্পাদক নিহাল সরকার পিয়াস, মহিলা বিষয় সম্পাদক শিল্পী আক্তার, শিশু সম্পাদক মনি বেগমসহ জেলা ও শহর তাঁতীলীগের বিভিন্ন নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্য ও ১৫ আগস্ট নিহত সকলের আত্মার মাগফিরাত কামনা এবং নরসিংদী-১ (সদর) আসনের সংসদ সদস্য লে. কর্ণেল (অব) মোহাম্মদ নজরুল ইসলাম হিরু (বীর প্রতিক) এর সুস্থ্যতা কামনা করে বিশেষ দোয়া করা হয়।