নিজস্ব প্রতিবেদক
নরসিংদী জেলা রেজিস্ট্রার কার্যালয়ের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত । সোমবার (৫ ডিসেম্বর) বেলা ১২টার দিকে জেলা রেজিস্ট্রারের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বেলা ১২ টা থেকে ১ টা পর্যন্ত এক ঘন্টাব্যাপী মানববন্ধনে নরসিংদী জেলা রেজিস্ট্রার কার্যালয়ের সকল দলিল লেখক তল্লাস কারক ও নকল নবিশগণ অংশ নেয়।
এ সময় বক্তারা সম্প্রতি বিভিন্ন অনলাইন পত্র-পত্রিকায় জেলা রেজিস্ট্রার কার্যালয়ের অনিয়ম ও দুর্নীতির মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশ করেছে বলে উল্লেখ করেন। মানববন্ধনে এ সকল মিথ্যা বানোয়াট সংবাদের তীব্র নিন্দা জানানো হয়।