নরসিংদী প্রতিনিধি
নরসিংদী শহরে রাজু সাহা নামে এক ব্যবসয়ীকে ছাদের সিঁড়ি থেকে ফেলে হত্যা চেষ্টা চালিয়েছে তার প্রতিবেশীরা। বুধবার (১১ মে) শহরের সাঠিরপাড়া শিববাগ এলাকায় অবনী মোহন সাহার বাড়িতে এই ঘটনাটি ঘটে। এসময় রাজু সাহা সহ তার স্ত্রী ও সন্তান আহত হয়।
এঘটনায় বৃহস্পতিবার (১২ মে) সদর মডেল থানায় নকুল সাহা, সনেট সাহা, বেবী রানী সাহার নাম উল্লেখ্য করে একটি অভিযোগ করা হয়েছে।
আহত রাজু সাহা বলেন , দীর্ঘ দিন ধরে তারা আমার সম্পত্তি আত্মসাৎ করা উদ্দেশ্যে নানা ভাবে হামলা করে আসচ্ছে। এরই জেরে বুধবার রাত ১০ টার দিকে বাসার ছাঁদে কাজ করছিলাম তখন নকুল সাহা, সনেট সাহা, বেবী রানী সাহা ওরা এসে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। এক পর্যায়ে অতর্কিত সবাই মিলে এলোপাতাড়ি কিলঘুষি মারতে থাকে। কিলঘুষি মারতে মারতে ছাঁদ থেকে সিঁড়িতে নিয়ে নিচে ফেলে দিতে চেষ্টা চালায় তখন ডাক চিৎকারে আমার স্ত্রী ও সন্তান বাচাঁতে ছুঁটে আসলে তাদেরকেও শরীরে আঘাত করে জখম করে। এ বিষয়ে আমি নরসিংদী সদর মডেল থানায় লিখিত অভিযোগ করেছি।
এঘটনায় অভিযুক্তদের সাথে কয়েক বার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা কথা বলতে রাজি হয়নি।
মডেল থানার তদন্ত কর্মকর্তা এসআই প্রেম কৃষ্ণ জানান, এবিষয়ে থানায় অভিযোগ করা হয়েছে।তদন্ত চলছে, পরবর্তীতে বিষয়টির সম্পর্কে বলা যাবে।