নরসিংদী প্রতিনিধি
‘২৪ এবার, আসছে ২৫ ‘এই স্লোগানকে সামনে রেখে নরসিংদীতে আলোচনা সভা ও কেক কাটার মধ্যদিয়ে চ্যানেল আই’র ২৪ বছরে পদার্পনকে স্বাগত জানানো হয়েছে। রবিবার (২অক্টোবর) রাতে দেশের এই স্যাটেলাইট টিভি চ্যানেল’র বর্ষপূর্তি নরসিংদী প্রেসক্লাব মিলনায়তনে পালন করা হয়।
নরসিংদী প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে বর্ষপূর্তি অনুষ্ঠিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর গোলাম মোস্তাফা মিয়া, নরসিংদী ইন্ডিপেনডেন্ট কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা, নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক মো. আল-আমিন রহমান, নরসিংদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবীর শাহ্।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, চ্যানেল আই এর জেলা প্রতিনিধি সুমন রায়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সামাজিক সংগঠন অণির্বান এর সভাপতি মাহমুদুল হাসান।
আলোচনা সভা শেষে উপস্থিত সকলকে নিয়ে চ্যানেল আইয়ের ২৪ বছরে পদার্পনের কেক কাটা হয়। পরে উপস্থিত সবাইকে কেক ও মিষ্টি খাওয়ানো হয়।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, নরিসংদী প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোর্শেদ শাহরীয়ার, প্রেস ক্লাবের সহসাধারণ সম্পাদক মন্জিল এ মিল্লাত, কোষাধ্যক্ষ মো. জয়নুল আবেদীন, ডেইলি ইভিনিং নিউজের জেলা প্রতিনিধি হলধর দাস, নবধারা শিক্ষা পরিবারের চেয়ারম্যান মোতাহার হোসেন অনিক, নকশিস এর সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার আইয়ুব খান সরকার, ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি আসাদুজ্জামান রিপন, সময় টিভির স্টাফ রিপোর্টার আশিকুর রহমান পিয়াল, প্রথম আলোর জেলা প্রতিনিধি প্রণব কুমার দেবনাথ, ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি তোফায়েল আহমেদ স্বপন, দৈনিক বাংলার জেলা প্রতিনিধি খন্দকার শাহীন, পলাশের পাপড়ি সংগঠনের সভাপতি শেখ রাসেল মাহমুদ, স্বপ্নডানা এর সভাপতি কাজী মোস্তাক হোসেনসহ বিভিন্ন ইলেক্ট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, শিক্ষক এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।