আবুল কাশেম
নরসিংদীতে ইউনিয়ন পরিষদ সচিবদের সংগঠন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি (বাপসা)’র জেলা শাখার নির্বাচন গঠনতন্ত্র অনুশারে করার লক্ষ্যে পুনঃ তফসিল ঘোষণার দাবী জানিয়ে জেলা প্রশাসক বরাবর আবেদন করেছেন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ইচ্ছুক সংগঠনটির একাংশ। গত বুধবার জেলা প্রশাসক বরাবর এ আবেদন করা হয় ।
আবেদনে বলা হয়, প্রচলিত রীতিনীতি, গঠনতন্ত্র, পূর্বাপর অত্র সংগঠনের নির্বাচন ও অপরাপর সংগঠনের নির্বাচনের আলোকে নরসিংদী জেলা বাপসা’র নির্বাচনের তফসিল ও প্রতীক বরাদ্দের মাধ্যমে নির্বাচন সম্পন্ন করার দাবী জানানো হয়।
সংগঠনের বর্তমান সভাপতি ও আসন্ন নির্বাচনে সম্ভব্য সভাপতি প্রার্থী পাঁচদোনা ইউপি সচিব মো. আলতাব হোসেন বলেন, বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি (বাপসা), নরসিংদী জেলা শাখার বর্তমান কমিটির মেয়াদ আগামী ১৭ জানুয়ারি ২৩ সালে শেষ হবে। সেই লক্ষ্যে গঠনতন্ত্র মোতাবেক নিদিষ্ট সময়ে পরবর্তী কমিটি গঠনের উদ্দেশ্যে গত ১২ নভেম্বর সংগঠনটি বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। নির্বাচন পরিচালনার জন্য ৭ সদস্য বিশিষ্ট একটি নির্বাচনী বোর্ড গঠন করা হয়। নির্বাচনী বোর্ডের সদস্যরা নিজেদের মধ্যে আলোচনা সাপেক্ষে আহবায়ক ও সদস্য সচিব নির্বাচন করবে এবং সুষ্ঠ ও নিয়মতান্ত্রিক ভাবে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি সুন্দর কমিটি উপহার দেওয়ার আশাবাদ ব্যক্ত করেন।
তিনি বলেন, গঠনতন্ত্রের ধারা -৭ নির্বাচন পদ্ধতি (ছ) মোতাবেক নির্বাচনের কমপক্ষে ১৫ দিন পূর্বে প্রার্থী তার নাম ঠিকানা ও পদের নাম উল্লেখ্য পূর্বক নিদিষ্ট ফরম পুরণ করে নির্বাচনী বোর্ডে কাছে তা দাখিল করতে হবে। নির্বাচনী বোর্ড যাচাই-বাছাই, প্রত্যাহার এবং বৈধ চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের ব্যবস্থা করবেন। পক্ষান্তরে নির্বাচনী বোর্ড তা না করে তারা তাদের মনগড়া তফসিল ঘোষণা, ফরম ক্রয়, জমা প্রার্থীতা প্রত্যাহার, বৈধ প্রার্থী ঘোষণা এবং নির্বাচন মাত্র তিন দিনের মধ্যে নির্বাচনের সকল প্রক্রিয়াসহ নির্বাচন সম্পন্ন। যা সম্পূর্ণ নিয়ম বহির্ভুত।
আমরা ৭ ধারার ছ উপধারা মোতাবেক ১৫ দিনের সময় দিয়ে বিষয়টি বিবেচনায় এনে তফসিল পুনঃ ঘোষণা করা হোক। আর এটাই জেলার সাধারণ ইউপি সচিবদের দাবী।
এব্যাপারে নরসিংদী জেলা শাখা বপসা’র নির্বাচনী বোর্ডের আহবায়ক কাঠালিয়া ইউপি সচিব মোহাম্মদ জাকির হোসেন বলেন, এবিষয়ে আমি দুইটি অভিযোগ পেয়েছি। কমিটির অন্যান্য সদস্যদের সাথে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।