নরসিংদী প্রতিনিধি: নরসিংদী সদরের কামারগাঁও ৮নং ওয়ার্ড এ প্রভাবশালী প্রতিপক্ষের হামলায় ও হুমকিতে দীর্ঘদিন ধরে মো: খোকন শরীফ সরকারের পরিবারটিকে জিম্মী করে রেখেছে ও তারা নিরাপত্তাহীনতায় ভুগছে বলে অভিযোগ উঠেছে।
মো: খোকন শরীফ সরকার বলেন, প্রতিব্শেী বাবুল, পিতা- ইসমাইল, হাফেজা, স্বামী- ইসমাইল, হান্না, পিতা- ইসমাইলনহ আরো চার পাচ জন। দীর্ঘদিন যাবত আমার পূর্ব শত্রুতার জের করে আমাকে হেনস্ত করার অসৎ উদ্দেশ্যে একজোট হয়ে আমার স্ত্রীকে সামাজিক ও শারীরিক ভাবে হেনস্তা করেছে। এমনকি কথায় কথায় রাস্তাঘাট বন্ধ করে আমার চলাফেরায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে। তাছাড়া অধিক রাত্রে আমি যখন ঘুমিয়ে পড়ি তখন তারা আমার বাসার টিনের চালে ইট ছুড়ে আমার ঘুমে বাধা দেয়।
যখন সেহেরী খাওয়ার জন্য ঘুম থেকে উঠে মোবাইল ফোনে গজল শুনা অবস্থায় তখন হঠাৎ করে ইট ছুড়ে মেরে আমাকে ভয় দেখানোর উদ্দেশ্যে অতর্কিত হামলা করিয়া আমার ঘরের টিন ছিদ্র করিয়া ফেলে। উক্ত বিষয় নিয়া নরসিংদী পৌরসভার মেয়রের কাছে লিখিত অভিযোগ জানাইলেও বিবাদীগনের ছত্রছায়ায় জোর পূর্বক তাহারা আমার জায়গাতে পৌরসভার আইন না মেনে সামাজিক রীতি নীতির তোয়াক্কা না করে রাস্তা ব্যবহার করতে দেয় না এমনকি আমাকে ওয়াজ শুনতে বারন করে এবং বলে যে, তুমি এই জায়গা থেকে বাড়ী ঘর বিক্রি করিয়া চলে যাও।
অন্যথায় তোকে এবং তোর পরিবারের লোকজনকে প্রাণে মারিয়া লাশ গুম করিয়া ফেলিব ।তারা আমার বসত বাড়ীতে অনধিকার প্রবেশ করিয়া দেশীয় অস্ত্র সস্ত্র দেখিয়া আমাকে প্রাণ নাশের হুমকী দেয়। উক্ত বিষয় আমি প্রাণ ভয়ে স্থানীয় কাউন্সিলরকে অবগত করিলেও তিনি কোন পদক্ষেপ নেয়া হয়নি। ঘটনার পর আমি স্থানীয় ভাবে আপোষের চেষ্টা করে পারিনি। আমি পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছি। তাই থানায় গিয়ে অভিযোগ করি। এর আগেও তাদের নামে আমি পূর্বে একবার থানায় জিডি দায়ের করিয়াছিলাম।
নরসিংদী সদর থানার এস আই কামরুল জানান, এঘটনায় তদন্ত চলছে। পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ সারোয়ার খান, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৮৮, তরোয়া, নরসিংদী
ফোনঃ 01711205176 ই-মেইল : mdsaroarkhan@gmail.com
Copyright © 2025 Holypennews. All rights reserved.