সব
facebook raytahost.com
নরসিংদীতে এবার যৌতুকের বলি হলেন গ‍্যহবধূ দিবা | Holypennews

নরসিংদীতে এবার যৌতুকের বলি হলেন গ‍্যহবধূ দিবা

নরসিংদীতে  এবার যৌতুকের বলি হলেন গ‍্যহবধূ দিবা

নিজস্ব প্রতিবেদক

নরসিংদীতে আবারও যৌতুকের বলি হলেন এক গৃহবধূ। এবার যৌতুকের বলি হন নুপুর আক্তার দিবা (১৭) নামে মাধবদী পৌর শহরের ওই গৃহবধূ। তবে তার মৃত্যূর বিষয় রহস্য জনক । স্বামী বাড়ীর লোকদের বক্তব্য গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে সে। অপর দিকে বাবা বাড়ীর লোকজন বলছে এটা পরিকল্পিত খুন।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারী) রাতে জেলার মাধবদী পৌর শহরের ছোট গদাইয়েরচরের বাসার জানালার গ্রিলের সাথে ঝুলন্ত অবস্থায় তার মরদেহটি উদ্ধার করে মাধবদী থানা পুলিশ।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়. মাধবদী পৌর শহরের আলগী মনোহরপুর এলাকার রেজাউল করিম’র মেয়ের নুপুর আক্তার দিবা স্কুলে যাওয়া আসার পথে পরিচয় হয় ছোট গদাইয়েরচরের মোমেন মোল্লার ছেলে রবিনে সাথে। পরিচয় থেকে প্রেম। তাদের এই প্রেম গড়ায় বিয়ে পর্যন্ত। বছরখানেক আগে পরিবারকে না জানিয়ে তারা গোপনে বিয়ে করে। বিয়ের পর থেকে রবিনে রূপ পাল্টে যায়। বেকার রবিন ব্যবসা করার টাকা এনে দেওয়ার জন্য স্ত্রী দিবা চাপ দেয়। মাসখানেক আগে দিবা শশুড়বাড়ী ছেড়ে বাবার বাড়ী আসে এবং শশুড়বাড়ী যাবে না বলে বাবা-মাকে জানায়। ছোট বেলা থেকে অনেকটা স্বভাবের দিবা যৌতুকের জন্য চলা শারিরীক ও মানুষিক নির্যাতনের কথা না জানালেও অনেকটা কৌশলে তার মা জেনে নেন। পরে মেয়েকে বুঝিয়ে -শুনিয়ে শশুড়বাড়ী দিয়ে তার।মা। প্রায় মেয়ের সাথে ফোনে যোগাযোগ করতেন মা। গত দুইদিন ধরে তার বন্ধ থাকায় মেয়ের কোন খোঁজ পাচ্ছিলেন না। পরে রবিনের মায়ের মোবাইলে ফোনে যোগাযোগ করলে দিবার শ্বাসকষ্ট বেড়েছে তাই ফোন বন্ধ রেখেছে। পরে গতকাল মঙ্গলবার রাতে দিবার শশুড়বাড়ী থেকে তার গলায় দড়ি দেওয়ার খবর পায় তারা। সেখানে যাওয়ার আগেই শুনতে পায় দিবাকে মাধবদী প্রাইম হাসপাতালে নিয়ে গেছে শশুড়বাড়ীর লোকজন। সেখানে গিয়ে মরদেহ দেখে পরিবারের লোকদের কাছে কিছুটা দিবা মৃত্যূ বিষয়টি অস্বাভাবিক মনে হয়। তারা দেখে দিবার পেট অনেকটাই ফুলে আছে এবং মুখে বিভিন্ন মারা চিহ্ন রয়েছে।

দিবার মামা ইব্রাহীম মিয়া বলেন, পরিবারের লোকজনদের না জানিয়ে একবছর আগে দিবা গোপনে রবিনকে বিয়ে করে। বিয়ের পরে আমরা সবাই তার এই বিয়ে মেনে নিলেও গত তিন মাস ধরে ব্যবসা করার জন্য বাবার বাড়ী থেকে ৭লাখ টাকা এনে দেওয়ার জন্য চাপ দিতে থাকে। তাদের মানুষিক ও শারিরীক অত্যাচার সহ্য করতে না পেরে একদিন সে স্বামীর বাড়ী থেকে তার বাবার বাড়ী চলে আসে। পরে তাকে অনেক বুঝিয়ে শুনিয়ে আমরা শশুড় বাড়ী দিয়ে আসি। এই দিয়ে আসা যে তার জন্য কাল হয়ে দাঁড়াবে তা আমরা সেদিন বুঝতে পারিনি। এ বলে কান্নায় ভেঙ্গে পড়েন তিনি।

কান্না জড়িত কন্ঠে তিনি বলেন আমার ভাগ্নিটাকে সেদিন নিজের হাতে মৃত্যূপূরিতে দিয়ে এসেছি। তারা দিবাকে মেরে ফেলেছে। তরতাজা লাশের পেট কখনো ফুলে উঠেনা । আমি কখনো তা দেখিনি। সঠিক তদন্ত সাপেক্ষে আমরা এর দৃষ্টান্তমূলক বিচার দাবী করি।

অপর দিকে দিবার শশুড় মাধবদী বড় মসজিদের নৈশ প্রহরী মোমেন মোল্লা বলেন, গতকাল মাধবদীতে ওয়াজ হচ্ছিল। আমি আর আমার ছেলে ওয়াজ শুনতে চলে আসি। ওয়াজ চলাকালীন সময়ে আমার এক ভাগ্নি ফোন করে দিবার জানালার গ্রিলের সাথে ফাঁস নেওয়া কথা জানায়।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গতরাতে মাধবদী থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে।পরে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন :

নরসিংদী জেলা প্রশাসন বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে বই বিতরণ উৎসব

নরসিংদী জেলা প্রশাসন বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে বই বিতরণ উৎসব

রায়পুরায় প্রতিপক্ষের হামলায় নারী-পুরুষসহ ৪ জন আহত

রায়পুরায় প্রতিপক্ষের হামলায় নারী-পুরুষসহ ৪ জন আহত

আমরা রাজনীতি করি মানুষের সেবার জন্য: ড. মঈন খান

আমরা রাজনীতি করি মানুষের সেবার জন্য: ড. মঈন খান

নরসিংদীর মেঘনায় অবৈধ বালু উত্তোলন; ভাঙ্গন আতঙ্কে ৩ উপজেলার বিভিন্ন গ্রামবাসী

নরসিংদীর মেঘনায় অবৈধ বালু উত্তোলন; ভাঙ্গন আতঙ্কে ৩ উপজেলার বিভিন্ন গ্রামবাসী

নেতা নয় নীতির পরিবর্তন চাই; মুফতি ফয়জুল করিম

নেতা নয় নীতির পরিবর্তন চাই; মুফতি ফয়জুল করিম

হারানো ইমেজ ফিরিয়ে আনতে পুলিশের প্রতি সারজিস আলমের অনুরোধ

হারানো ইমেজ ফিরিয়ে আনতে পুলিশের প্রতি সারজিস আলমের অনুরোধ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : মোঃ সারোয়ার খান

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৮৮, তরোয়া, নরসিংদী
ফোনঃ 01711205176 ই-মেইল : mdsaroarkhan@gmail.com
©২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Khan IT Host .com