নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর কামারগাও 8 নং ওয়ার্ডের আরমান সরকার (৭০) নামে এক বৃদ্ধকে কুপিয়ে রক্তাক্ত জখম এবং সেই বৃদ্ধের বসতবাড়ির রাস্তা দখলের অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী হাফেজা, হান্না মিয়া, ইসমাইল মিয়া ওরফে ইসলামিয়া, বাবুল সহ আরো কয়েকজনের বিরুদ্ধে।
এ ঘটনায় নরসিংদী সদর থানা ও কোটে মামলা দায়ের করেন আহতের ছেলে মোহাম্মদ খোকন শরীফ সরকার। এ ঘটনায় গতকাল নরসিংদী পৌরসভার মেয়র আলহাজ্ব আমজাদ হোসেন বাচ্চু ও নরসিংদী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পীরজাদা মোহাম্মদ আলী উপস্থিতিতে এক গ্রাম্য সালিশ অনুষ্ঠিত হয়। এই সালিশে উভয় পক্ষের কথা শুনে বিচারকরা বুঝতে পারে যে আরমান সরকার ও তার ছেলে খোকন শরীফ সরকার বিভিন্নভাবে নির্যাতিত হয়েছে। তাদের চলাচলের রাস্তা দখল করা হয়েছে বলে অভিযোগ উঠে।
বিচার উপস্থিত স্থানীয়রা জানান, এই ঘটনার পরিপ্রেক্ষিতে ভুক্তভোগীদের আর্থিক ক্ষতি দেয়া হয়েছে এবং তাদের রাস্তা চলাচল করার জন্য খুলে দেয়া হবে এবং অন্য কোন ঝগড়া বা ঝামেলা করবে না হাফিজা, হান্না মিয়াসহ সহ সকলের বলে স্বীকারোক্তি দেয়।
এ বিষয়ে পৌর মেয়র আমজাদ হোসেন বাচ্চু বলেন, বিষয়টি আমরা বসে মীমাংসা করে দিয়েছি। আশা করি আর কোন সমস্যা হবে না।