নরসিংদী প্রতিনিধি
নরসিংদীতে অস্ত্র ও গুলিসহ আন্তঃজেলা ডাকাত দলের দু’জন সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। শনিবার (১৫ অক্টোবর) গভীর রাতে পলাশ উপজেলার চড়সিন্ধুর ব্রীজ এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- মনোহরদী উপজেলার ঝালকান্দি গ্রামের আব্দুল আজিজের ছেলে নয়ন মিয়া (৪০) এবং বেলাব উপজেলার বীর বাঘবো গ্রামের মৃত ফালু মিয়ার ছেলে সালাম (৫৫)।
পুলিশ সূত্রে জানা যায়, নরসিংদী ডিবি পুলিশের উপ পরিদর্শক এম নাঈমুল ইসলাম মোস্তাক, উপ-পরিদর্শক মো. কবির হোসেন, এএসআই রাহুল মজুমদার সঙ্গীয় ফোর্স’র সহায়তায় গভীর রাতে চরসিন্দুর ব্রীজ এলাকায় ডিউটিকালীন সময়ে সন্দেহভাজন দুজন ব্যাক্তিকে আটক করে। এসময় তাদের দেহ তল্লাশি করে আসামী নয়ন মিয়ার পরিহিত লুঙ্গিতে গুজা অবস্থান ১ একটি পিস্তল, ২ (দুই) রাউন্ড গুলি ভর্তি একটি ম্যাগজিন এবং আসামী সালাম’র দেহ তল্লাশী কালে পরিহিত লুঙ্গির ডান পাশের গুজা গোল্ডলিফ সিগারেটের প্যাকেটের ভিতর রাখা ৬ রাউন্ড থ্রি নট থ্রি (৩০৩) রাইফেলের গুলি উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত নয়ন ও সালাম আন্তঃজেলা ডাকাত দলের সদস্য বলে পুলিশ জানায়। আসামী নয়নের বিরুদ্ধে বিভিন্ন থানায় মোট ১০ টি এবং সালামের বিরুদ্ধে ১২ টি মামলা রয়েছে।