নিজস্ব প্রতিবেদক
নরসিংদীতে অস্ত্র-গুলিসহ ১৪ মামলার আসামী সনেট মিয়া (১৯) কে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। বুধবার (২২ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সদর থানার সাহেপ্রতাব এলাকায় অভিযান চালিয়ে ১টি একনালা বন্দুক ও ৫ রাউন্ড কার্তুজসহ গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার (২৩ মার্চ) দুপুরে এ তথ্যটি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাসার।
গ্রেফতারকৃত সনেট নরসিংদী পৌর শহরের সাটিরপাড়া মহল্লার (চৈতালপাড়া বকুলতলা) বাদল মিয়ার ছেলে।
ওসি আবুল বাসার জানান, গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতারকৃত আসামী অবস্থান নিশ্চিত হয়ে সদর থানার সাহেপ্রতাব এলাকায় অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা শাখার একটি দল। এ সময় চিহ্নিত সন্ত্রাসী ১৪ মামলার আসামী সনেটকে ১টি একনলা বন্দুক ও ৫ রাউন্ড কার্তুজসহ গ্রেফতার করা হয়। এ ঘটনায় সদর মডেল থানায় মামলা করা হয়েছে। তার বিরুদ্ধে এর আগেও হত্যা, ডাকাতিসহ আরও ১৪টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।