খোকন আহবায়ক এবং মঞ্জুর সদস্য সচিব নির্বাচিত
নিজস্ব প্রতিবেদক
দীর্র ১৩ বছর পর নরসিংদী জেলা বিএনপির আহবায়ক কমিটি গঠন করা হয়েছে ।গত সোমবার (৩০ মে) দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত একটি পত্রে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনবির সভাপতি খায়রুল কবির খোকনকে আহবায়ক ও জেলা বিএনপির সহ-সভাপতি মঞ্জুর এলাহীকে সদস্য সচিব করে নরসিংদী জেলা বিএনপির ৬১ সদস্য বিশিষ্ট এ আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।
এদিকে দীর্ঘ ১৩ বছর পর নরসিংদী জেলা বিএনপি’র কমিটি ঘোষিত হওয়ায় নেতাকর্মীরা উল্লাসে ফেটে পড়ে। সোমবার মধ্যরাত পর্যন্ত জেলা বিএনপির অস্থায়ী কার্যালয় বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীদের নবগঠিত কমিটির আহ্বায়ক খায়রুল কবির খোকনকে ফুল দিয়ে বরণ করতে দেখা যায়।
৬১ সদস্য বিশিষ্ট কমিটির আহবায়ক ও সদস্য সচিব ছাড়া যুগ্ম আহবায়ক হিসেবে ১৬ জন, সম্মানিত সদস্য ৭ জন এবং সদস্য হিসেবে ৩৬ জনের নাম স্থান পেয়েছে।
দলীয় সূত্রে জানা যায়, নরসিংদী জেলা বিএনপি সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয় ২০০৯ সালের ২৫ নভেম্বর। এরপর আর কোন সম্মেলন অনুষ্ঠিত হয়নি। এরইমধ্যে বিগত কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়েছে কয়েক বছর পূর্বে। দীর্ঘ কয়েক বছর ধরে নতুন করে সম্মেলন অনুষ্ঠিত না হওয়ায় কয়েক দফা নতুন কমিটি গঠনের দাবি উঠে। প্রায় ১৩ বছর ধরে জেলা বিএনপি’র কোন সম্মেলন অনুষ্ঠিত না হওয়ায় জেলা কমিটির নতুন নেতৃত্ব নিয়ে দীর্ঘদিন ধরেই দলের ভেতর অভ্যন্তরীন কোন্দল ও বিভাজন লেগেছিল। অবশেষে নতুন কমিটি ঘোষিত হওয়ার পর জেলা বিএনপি সহ সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা উল্লাসে ফেটে পড়ে।
নাম প্রকাশে অনিচ্ছুক দলীয় একজন নেতা বলেন, দীর্ঘদিন পরে হলেও কেন্দ্রীয় নেতাদের কাছ থেকে আমরা একটি গ্রহণযোগ্য কমিটি উপহার পেয়েছি। এজন্য দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান ও দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর প্রতি আন্তরিক ভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে ১৬ জন যুগ্ম আহবায়ক হলেন- তোফাজ্জল হোসেন মাস্টার, সুলতান উদ্দিন মোল্লা, এম এ জলিল, এডভোকেট আব্দুল বাছেদ ভূঁইয়া, আবু ছালেহ চৌধুরী, দ্বীন মো. দিপু, হারুন অর রশীদ হারুন, আকবর হোসেন, এ কে এম গোলাম কবির কামাল, ফারুক উদ্দিন ভূঁইয়া, রবিউল ইসলাম রবি, খবিরুল ইসলাম বাবুল, এডভোকেট জসীম উদ্দীন, আমিনুল ইসলাম বাচ্চু, ফাইজুর রহমান ও মহাসীন হোসেন বিদ্যুৎ।
৭ জন সম্মানিত সদস্য হলেন- সরদার সাখাওয়াত হোসেন বকুল, রোকেয়া আহমেদ লাকি, মীর ফজলুর রহমান, অধ্যাপক আব্দুল মান্নান খান, বিজি রশিদ নওশের, অ্যাডভোকেট এ কে নেছার উদ্দিন ও আব্দুল মালেক।
৬১ সদস্য বিশিষ্ট কমিটির বাকি ৩৬ জন সদস্য হলেন- শাজাহান মল্লিক, আবুল হারিস রিকাবদার, আবু ছালেহ রিকাবদার, এরফান আলী, আ ফ ম মুস্তাকিম পান্না, শেখ সামসু মিয়া, এম এম জামান, মকসুদুর রহমান খান, কবির আহমেদ, রফিকুল আমিন ভূইয়া রুহেল, আতাউর রহমান বাবুল, বোরহান উদ্দিন রোকন, আবদুস ছাত্তার, বাহাউদ্দিন ভূঁইয়া মিল্টন, প্রফেসর সাইফুল হক, মাজারুল হক টিটু, এনামুল হক এলিডন, দীপক কুমার বর্মন প্রিন্স, ইলিয়াস আলী ভূঁইয়া, এডভোকেট আজিজুর রহমান, মনিরুল হক জাবেদ, মোকাররম হোসেন ভূঁইয়া, সোরহাব হাসিব, ইকবার হোসেন, আহসান হাবিব বিপ্লব, আব্দুল বাতেন শাহিন, আনোয়ার হোসেন আনু, সোলাইমান ভূঁইয়া, আওলাদ হোসেন মোল্লা, জাহিদুল কবির ভূইয়া জাহিদ, মাহমুদ হোসেন চৌধুরি সুমন, সিদ্দিকুর রহমান নাহিদ, ওসমান মোল্লা, একেএম জাহাঙ্গীর আলম আক্তার চৌধুরি খাবির ও সাইফুল ইসলাম সোহেল।