হৃদয় এস সরকার: ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী ও ছাত্রলীগের উপর ছাত্রদলের হামলার প্রতিবাদে এবং সকল শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে মানববন্ধন ও বিক্ষভ মিছিল করেছে নরসিংদী জেলা ছাত্রলীগ।
গতকাল জেলা আওয়ামীলীগ কার্যায়ের সামনে থেকে জেলা ছাত্রলীগের সভাপতি হাসিবুল হাসান মিন্টুর নেতৃত্বে একটি বিক্ষভ মিছিণ শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় আওয়ামীলীগের কার্যালয়ের সামনে এসে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানবন্ধনে নরসিংদী জেলা ছাত্রলীগের সভাপতি হাসিবুল হাসান মিন্টু বলেন, বাংলাদেশ ছাত্রলীগ ১৯৫২’র ভাষা আন্দোলন, ১৯৫৪’র যুক্তফ্রন্ট নির্বাচন, ১৯৬৬’র ছয় দফা, ১৯৬৯’র গণঅভ্যূত্থান, ১৯৭০’র নির্বাচন এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, স্বৈরাচার বিরোধী আন্দোলন ও জননেত্রী শেখ হাসিনাকে কারাগার থেকে মুক্ত করতে সবার আগে রাজপথে রক্ত দিয়েছিল। আমরা নরসিংদী জেলা শাখা ছাত্রলীগ, ছাত্রদলের ক্যাডারদের ম্যাসেজ দিতে চাই আপনাদের শুধু চামড়া না, আপনাদের চামড়া দিয়ে ডুগডুগি বাজানো হবে।