নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে ফের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১০ মার্চ) সকালে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. শহীদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বুধবার (৯ মার্চ) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের শাহ আমানত ও সোহরাওয়ার্দী হলে এ ঘটনা ঘটে। তবে রাত ১০টা পর্যন্ত দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। তবে একই সঙ্গে হল দুটির সামনে পুলিশ অবস্থান নিয়েছে।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. শহীদুল ইসলাম বলেন, গতকালের ঘটনার জের ধরে সন্ধ্যায় বিজয়ের এক কর্মীকে সিএফসির কর্মীরা মারধর করলে ফের দুই পক্ষের মধ্যে ঝামেলা হয়। পরে তা সোহরাওয়ার্দী ও শাহ আমানত হলে ছড়িয়ে পড়ে।
উল্লেখ্য, মঙ্গলবার (৮ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী ও শাহ আমানত হলে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। তবে কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি।