বিনোদন ডেস্ক
বাংলাদেশের পর এবার কলকাতায় ঝড় তুলেছে মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘হাওয়া’ সিনেমাটি। চঞ্চল চৌধুরী অভিনীত বাংলাদেশি ব্লকবাস্টার এই সিনেমাটি দেখার জন্য কলকাতার দর্শকদের আগ্রহ চোখে পড়ার মতো।
শনিবার (২৯ অক্টোবর) কলকাতায় শুরু হয়েছে চতুর্থ বাংলাদেশ চলচ্চিত্র উৎসব। নন্দনে অনুষ্ঠিত এই উৎসবে ‘হাওয়া’ সিনেমাটি দেখার জন্য কলকাতাবাসী আড়াই ঘণ্টা দীর্ঘ লাইনে দাঁড়িয়েছিল।
এদিন ছিল চতুর্থ বাংলাদেশ চলচ্চিত্র উৎসবের প্রথম দিন। এদিন ‘হাওয়া’ সিনেমাটির শো ছিল ২টি। প্রথম শো শুরু হওয়ার সময় ছিল বাংলাদেশি সময় দুপুর ২টায়। অথচ বেলা ১১টা ৪৫ মিনিটের দিকেই দর্শকের লম্বা লাইন নন্দন ছাড়িয়ে গগনেন্দ্র শিল্প প্রদর্শনশালার সামনে চলে আসে।
দ্বিতীয় শো ছিল বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়। সে সময়ও শোয়ে এমন ভিড় হল যে, নন্দনের মূল গেট বন্ধ করে দিতে হয়েছে আয়োজক কর্তৃপক্ষের।
ওটিটি প্ল্যাটফর্মের কারণে চঞ্চল চৌধুরী এখন শুধু বাংলাদেশেই জনপ্রিয় নয়, তার জনপ্রিয়তা জায়গা করে নিয়েছে কলকাতাতেও। ‘হাওয়া’ সিনেমার পাশাপাশি ‘কারাগার’ দেখার পর তার অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ গোটা টালিউডও।