সব
facebook raytahost.com
কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ৩ শিক্ষার্থী নিহত; এলাকায় শোকের ছায়া | Holypennews

কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ৩ শিক্ষার্থী নিহত; এলাকায় শোকের ছায়া

কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ৩ শিক্ষার্থী নিহত; এলাকায় শোকের ছায়া

আরিফুর রহমান স্বপন, কুমিল্লা

কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে তিন স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার   (৯ মার্চ)  দুপুর বারোটার দিকে সদর দক্ষিণ উপজেলার বিজয়পুরে এ ঘটনাটি ঘটে।

নিহত ওই তিন শিক্ষার্থী হলেন-পাশ্ববর্তী দূর্গাপুর গ্রামের মানসিক প্রতিবন্ধি মাসুম মিয়ার মেয়ে রিপা সুলতানা মিম (১২), প্রবাসী ভুলু মিয়ার মেয়ে তাসফিয়া আক্তার (১২) এবং সবজি বিক্রেতা ভুট্টু মিয়ার মেয়ে রীমা আক্তার (১২)।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে এবং সন্তানহারা স্বজনদের মাঝে বইছে শোকের মাতম। কিছুতেই থামছেনা মায়েদের বিলাপ। সন্তানের ছিন্নবিচ্ছিন্ন দেহের পাশে বসে বারবার মূর্চ্ছা যাচ্ছে মা। নিহতরা সবাই একই বাড়ির সহপাঠী।

প্রত‍্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ের পঞ্চম শ্রেণির তিন শিক্ষার্থী স্কুলে যাওয়ার পথে রেললাইন পার হচ্ছিলেন। ওই সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী আন্তঃনগর বিজয় এক্সপ্রেস ট্রেন বিজয়পুর রেলক্রসিং অতিক্রম করাছিল। এসময় ট্রেন দেখে ওই তিন শিক্ষার্থী অপর লাইনে দাঁড়ালে একই সময় পেছন দিক থেকে চট্টগ্রামগামী আন্তঃনগর সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তিন শিক্ষার্থীর দেহ ছিন্নবিচ্ছিন্ন হয়ে যায়। রেললাইনের পাশেই পড়ে থাকে খন্ড খন্ড দেহ আর স্কুলব‍্যাগ ও টিফিনবক্সগুলো।

মর্মান্তিক ওই দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন কুমিল্লা জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান, জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার শুভাশিস ঘোষ, সদর দক্ষিণ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল হাই বাবলু। তারা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং নিহতের স্বজনদের সান্ত্বনা দেন।

এদিকে ঘটনার প্রতিবাদে দুপুর সাড়ে ১২টায় কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক এবং রেললাইন অবরোধ করে রেখেছেন স্থানীয়রা।

বিজয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদেকুর রহমান জানান, বুধবার দুপুর ১২টায় স্কুলে আসার সময় বিজয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী মিম, তাসফিয়া ও রিমা একটি ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারায়।

অপরদিকে বিক্ষুব্ধ জনতা রেলওয়ের এই ডাবল লাইনের রেলক্রসিংয়ে ওভারপাস এবং একটি আন্ডারপাস নির্মাণের জোর দাবি জানান।
উল্লেখ্য ওই রেলক্রসিংয়ের পাশেই একটি গার্লস হাইস্কুল ও একটি প্রাইমারি স্কুল রয়েছে।

লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, একই সময় দুইদিক থেকে ট্রেন আসার কারণে সামনের দিকে তাকালেও পেছন দিক থেকে অপর ট্রেনটি আসাটা তারা খেয়াল করেনি। ফলে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে। পরে নিহতদের লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আপনার মতামত লিখুন :

রাজশাহীতে বিভাগীয় পর্যায়ে সংবর্ধিত হলেন পাঁচ শ্রেষ্ঠ জয়িতা

রাজশাহীতে বিভাগীয় পর্যায়ে সংবর্ধিত হলেন পাঁচ শ্রেষ্ঠ জয়িতা

নরসিংদী আইনজীবী সমিতির পক্ষ থেকে সদ্য যোগদানকৃত জেলা ও দায়রা জজ’র সংবর্ধনা

নরসিংদী আইনজীবী সমিতির পক্ষ থেকে সদ্য যোগদানকৃত জেলা ও দায়রা জজ’র সংবর্ধনা

কোটা আন্দোলনকারীদের নতুন কর্মসূচি ঘোষণা

কোটা আন্দোলনকারীদের নতুন কর্মসূচি ঘোষণা

রাজশাহীতে আন্তর্জাতিক গৃহশ্রমিক দিবস পালন

রাজশাহীতে আন্তর্জাতিক গৃহশ্রমিক দিবস পালন

আন্দোলনকারীদের উপর ছাত্রলীগের হামলা, ছাত্রীরাও মারধরের শিকার

আন্দোলনকারীদের উপর ছাত্রলীগের হামলা, ছাত্রীরাও মারধরের শিকার

নরসিংদীতে সিএনজি-কাভার্ডভ্যানের সংঘর্ষে শিশুসহ দুইজনের মৃত্যূ; আহত-৪

নরসিংদীতে সিএনজি-কাভার্ডভ্যানের সংঘর্ষে শিশুসহ দুইজনের মৃত্যূ; আহত-৪

সর্বশেষ সংবাদ সর্বাধিক পঠিত
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : মোঃ সারোয়ার খান

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৮৮, তরোয়া, নরসিংদী
ফোনঃ 01711205176 ই-মেইল : mdsaroarkhan@gmail.com
©২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Khan IT Host .com