সব
facebook raytahost.com
কক্সবাজারে আনন্দ ভ্রমণ শেষ করেছে নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের সদস‍্যরা | Holypennews

কক্সবাজারে আনন্দ ভ্রমণ শেষ করেছে নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের সদস‍্যরা

কক্সবাজারে আনন্দ ভ্রমণ শেষ করেছে নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের সদস‍্যরা

নিজস্ব প্রতিবেদক
কক্সবাজারে দুই দিনের আনন্দ ভ্রমণ শেষে বাড়ী ফিরেছে নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের কার্যকরী পরিষদের সদস‍্যরা। শুক্রবার ও শনিবার এই দুইদিনের আনন্দ ভ্রমণে কক্সবাজারের সুগন্ধ‍্যা সমুদ্র সৈকত, লাভনী সমুদ্র সৈকত, ইন্দ্রানী সমুদ্র সৈকত, হিমছড়ি পাহাড়ি ঝর্ণা, মহেশখালীসহ বিভিন্ন পর্যটনকেন্দ্র ভ্রমণ করেছেন নরসিংদী জেলার রিপোর্টার্স ক্লাবের কার্যকরী পরিষদের সদস্যরা।
বৃহস্পতিবার(৩ নভেম্বর)  নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের একজন শুভাকাঙ্ক্ষীর আমন্ত্রণে দুই দিনের এই আনন্দ ভ্রমণে কক্সবাজার উদ্দেশ‍্যে যাত্রা করে কার্যকরী পরিষদের ১৫ জন সদস্য। এর আগে ক্লাব কার্যালয়ে আনন্দ ভ্রমণে অংশ নেওয়া সদস‍্যের হাতে ক্লাবের লোগো সংম্বলিত টি-শার্ট তুলে দেন নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি কামরুল হাসান সোহেল।
বৃহস্পতিবার রাত দশটার দিকে জেলখানা মোড় হতে হানিফ পরিবহনের একটি লাক্সারি বাসে করে কক্সবাজারের উদ্দেশ‍্যে নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সহসভাপতি মো. শাহাদাৎ হোসেন রাজু ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনিরের নেতৃত্বে আনন্দ ভ্রমণের যাত্রা শুরু করেন কার্যকরী পরিষদের সদস‍্যরা। হানিফ পরিবহনের বাসটি কুমিল্লার ব্লু-ডায়মন্ড রেষ্টুরেন্টে যাত্রা বিরতি দেয়। যাত্রা বিরতিকালে চা পান শেষে নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের কলম সৈনিকেরা এক ফটোসেশনে মিলিত হয়। বিরতি শেষে বাসটি পুনরায় যাত্রা শুরু করে। বাসটি চলতে চলতে শুক্রবার ভোর ৬টার দিকে চট্টগ্রামের লোহাগারা উপজেলার আমিরাবাদ এলাকার নিউ ওয়ে রেষ্টুরেন্টের সামনে এসে থামে। সেখানে ১০ মিনিটের জন‍্য চা পানের বিরতি দেয়। সেখানেও ফটোসেশন করে নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের কার্যকরী পরিষদের সদস‍্যরা। প্রায় ১৫ মিনিট পর বাসটি আবার যাত্রা শুরু করে সকাল পৌনে ৮টার দিকে কক্সবাজার শহরের কলাতলী বাসস্ট‍্যান্ড এসে পৌছে।
ক্লাব সদস‍্যরা একে একে বাস থেকে নেমে সুগন্ধ‍্যা পয়েন্ট এলাকার কাঁচা লংকা আবাসিক হোটেলে এসে উঠে। সম্পূর্ণ ঘরোয়া পরিবেশের হোটেলটি  সদস‍্যদের থাকার জন‍্য অনেক সুবিধাজনক ও আরামদায়ক ছিলো। হোটেলে উঠে হাতমুখ ধুয়ে কিছুটা ফ্রেশ হয়ে সকালের নাস্তা সেরে নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের কার্যনির্বাহী পরিষদের সদস‍্যরা ছুটে সমুদ্র পাড়ের সুগন্ধ‍্যা সমুদ্র সৈকতে।  সেখানে গিয়ে সমুদ্রের নোনা জলে গা ভিজানোর আগে ফটোসেশনের মিলিত হয় সবাই। তারপর একে একে সকলে নামে সমুদ্রের জলে। কেউ পা থেকে মাথা পর্যন্ত, কেউবা পা থেকে শরীর, আবার কেউ শুধু হাটু পানিতে গা ভিজিয়ে উঠে পড়ে। সমুদ্র স্নান সেরে সবাই হোটেলে ফিরে আসে। কিছুটা সময় বিশ্রাম নিয়ে মধ‍্যাহ্ন ভোজে সী-ফুড রেষ্টুরেন্টে যায়। মজাদার রান্নার বিভিন্ন প্রকারের খাবার দিয়ে মধ‍্যাহ্ন ভোজ সারে ক্লাব সদস‍্যরা। খাবার শেষে হোটেলে ফিরে আসে সবাই। বিকেলে লাবনী সমুদ্র সৈকতে সূর্যাস্ত দেখতে যায় সকলে।
সন্ধ‍্যার পরে কক্সবাজার রিপোর্টার্স ক্লাবে এক চা চক্রে মিলিত হয় নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের কার্যনির্বাহী সদস‍্যরা। কক্সবাজার রিপোর্টার্স ক্লাবের সদস‍্যদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও চা চক্রে মিলিত হয়ে রাত ৯টার বিদায় নিয়ে হোটেলে ফিরে আসে সবাই। পরে রাতের খাবারের জন‍্য আবারও সী-ফুড রেষ্টুরেন্টে যায়। খাবার শেষ করে হোটেলে ফিরে অনেকে ঘুমিয়ে পড়ে আবার অনেকে সমুদ্রের গর্জন শুনতে ছুটে যায় সমুদ্র পাড়ে। রাতে সমুদ্রের সৌন্দর্য সবকিছুকে হার মানায়। গভীর রাত পর্যন্ত সমুদ্র পাড়ে কাটিয়ে হোটেলে ফিরে নিবিড় নিদ্রায় ঘুমিয়ে পড়ে।
শনিবার সকালে ঘুম থেকে উঠেই নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের সদস‍্যরা হাত-মুখ ধুয়ে নাস্তা সেরে মহেশখালীর উদ্দেশ‍্যে রওনা দেয়। কক্সবাজারের ৬ নং ঘাটে এসে দুটি স্পিডবোট ভাড়া করে মহেশখালী যাওয়ার জন‍্য। স্পিডবোর্ট দুটি বাকখালী নদীর বুক চিড়ে ছুটে চলে মহেশখালীর পানে। ঢেউয়ের পর ঢেউকে পাশ কাটিয়ে নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের কার্যনির্বাহী পরিষদের সদস‍্যদের নিয়ে প্রায় ২০ মিনিট নদীপথ পাড়ি দিয়ে এসে ভীড়ে মহেশখালীর আদিনাথ মন্দির ঘাটে। স্পিডবোট থেকে অটোরিকশা যোগে ক্লাব সদস‍্যরা ঘুরে বেড়ায় মহেশখালীর বেশ কয়েকটি দর্শনীয় স্থানে। অটোরিকশা যোগে প্রথমে যায় বৌদ্ধ বিহার যা স্বর্ণ মন্দির নামে পরিচিত। সেখানে ফটোসেশনের পর্ব শেষে যায় ঝাউবন। মহেশখালীর ঝাউবন এলাকায় কিছু সময় কাটিয়ে কলম সৈনিকেরা ছুটে যায় শুটকি পল্লীতে। সেখান থেকে বাড়ীর জন্য প্রায় সবাই বিভিন্ন প্রকারের শুটকি কিনে চলে আসে আদিনাথ মন্দিরে।
পাহাড় চুড়ায় অবস্থিত আদিনাথ মন্দিরের সৌন্দর্যে নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের সদস‍্যরা বিমোহিত হয়। মন্দিরের প্রবেশ মুখের সিঁড়ি বেয়ে উপরে উঠে আসে ক্লাবের সদস‍্যরা। সেখানে কিছুটা সময় ব‍্যয় করে কক্সবাজার ফেরার জন‍্য ঘাটে আসে সবাই।
আবার বাকখালী নদীর বুক চিরে উত্তাল ঢেউয়ের মধ‍্যে ছুটে চলে স্পিডবোট দুটি। বৈরি আবহাওয়ায় বড় বড় ঢেউ এসে স্পিটবোর্টে ভারি খায়। এসময় ঢেউয়ের তোরে অনেক উচুতে উঠে আবার নিচে পড়ে যায়। এতে বোটে বসা রিপোর্টার্স ক্লাবের সদস‍্যরা আন্দোলিত হয়। আর এই বড় বড় ঢেউগুলোকে পাশ কাটিয়েই সামনের দিকে এগিয়ে চলতে থাকে বোট দুটো। আকাশের বৈরিভাব কেটে গেলে ধীরে ধীরে  নদী এক সময় শান্ত হয়। ঢেউয়ের ক্ষিপ্ততাও কমে আসে। কিছুক্ষণের মধ‍্যেই বোট দুটি এসে ভীড়ে কক্সবাজার ৬ নম্বর ঘাটে। নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের বন্ধুরা একে একে বোট থেকে নেমে আসে। ফিরে আসে হোটেল কাঁচা লংকায়।
দুপুরের খাবার সেরে নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের বন্ধুরা আবার বের হয়ে পড়ে হিমছড়ি ও ইনানি সমুদ্র সৈকতের উদ্দেশ‍্যে। উঠে পড়ে চাঁদের গাড়ীতে। নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের বন্ধুদের বহনকারী চাঁদের গাড়ীটি কক্সবাজার মেরিন ড্রাইভ ধরে এগিয়ে যেতে থাকে। কিছু সময়ের মধ‍্যে এসে হিমছড়িতে। সেখানে পাহাড়ি ঝর্ণার পাড়ে কিছুটা সময় ব‍্যয় করে ইনানির উদ্দেশ‍্যে রওনা দেয়। প্রায় ১৫/২০মিনিট চলার পর এসে পৌছায় ইনানি সমুদ্র সৈকতে।
ইনানি সমুদ্র সৈকতে এসে সূর্যাস্তের মনোরম দৃশ‍্য অবলোক করতে থাকে। এসময় অনেকে পরন্ত বিকেলের অস্তমিত সূর্যকে হাতের তালুতে নেওয়ার ব‍্যস্ত  সময় পার করে। মোবাইল ফোনে সে দৃশ‍্য ধারণ করতে থাকে। সেখানে ক্লাবের বন্ধুরা আনন্দ ভ্রমণের শেষ ফটোসেশনে মিলিত হয়। সন্ধ‍্যা নামার পর সেখান থেকে হোটেলে উদ্দেশ‍্য রওনা দেয়।
হোটেলে ফিরে এসে সকলে তাদের কাপড়-চোপড় গুছিয়ে নিয়ে টুকিটাকি কেনা কাটা সেরে ফেলে। রাত ১০টার মধ‍্যে রাতের খাবার সেরে নিয়ে হোটেলে ফিরে আসে। রাত ১১টার দিকে কাঁধে ব‍্যাগ ঝুলিয়ে হোটেল রুম থেকে নিচে নেমে আসে। নিজেদের দু:খ-কষ্টগুলোকে সাগর পাড়ের বালিতে চাপা দিয়ে নরসিংদীর উদ্দেশ‍্যে উঠে পড়ে হোটেলের সামনে দাঁড়ানো হানিফ পরিবহনে বাসটিতে। দুইদিনের নিরাপদ  সফর শেষ করে রবিবার সকাল ৮টার দিকে নরসিংদীর জেলখানার মোড়ে এসে পৌঁছে সবাই হাসিমুখে বিদায় নেয়।

আপনার মতামত লিখুন :

বগুড়ায় আ’লীগ-জাসদ-জাতীয় পার্টির অফিসে অগ্নিসংযোগ

বগুড়ায় আ’লীগ-জাসদ-জাতীয় পার্টির অফিসে অগ্নিসংযোগ

চাঁদা না পেয়ে টাওয়ারের নেটওয়ার্ক বিচ্ছিন্ন; পিসিসিপি’র অভিযোগ

চাঁদা না পেয়ে টাওয়ারের নেটওয়ার্ক বিচ্ছিন্ন; পিসিসিপি’র অভিযোগ

অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওন গ্রেফতার; গ্রামের বাড়ীতে আগুন

অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওন গ্রেফতার; গ্রামের বাড়ীতে আগুন

নরসিংদীতে ১০ ছাত্রলীগের নেতার ৭ দিনের রিমান্ড মঞ্জুর; আদালতেই ছাত্রজনতার হামলার শিকার

নরসিংদীতে ১০ ছাত্রলীগের নেতার ৭ দিনের রিমান্ড মঞ্জুর; আদালতেই ছাত্রজনতার হামলার শিকার

ক্রেন দিয়ে ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর বাড়ি গুঁড়িয়ে দেয় ছাত্র-জনতা

ক্রেন দিয়ে ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর বাড়ি গুঁড়িয়ে দেয় ছাত্র-জনতা

তারুণ্যের উৎসব; রাজশাহীতে অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল টুর্নামেন্ট

তারুণ্যের উৎসব; রাজশাহীতে অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল টুর্নামেন্ট

সর্বশেষ সংবাদ সর্বাধিক পঠিত
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : মোঃ সারোয়ার খান

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৮৮, তরোয়া, নরসিংদী
ফোনঃ 01711205176 ই-মেইল : mdsaroarkhan@gmail.com
©২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Khan IT Host .com