ক্রীড়া ডেস্ক
প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া নারী ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল)’র জন্য ৮ জন বাংলাদেশী ক্রিকেটার নিবন্ধন করেছেন।
এর আগে ওমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জ নামের তিন দলের টুর্নামেন্টে বাংলাদেশ থেকে জাহানারা আলম, সালমা আক্তার এবং সুপ্তা খেলেছিলেন। তবে এবার পাল্টে গেল সেই আসর। আগের সেই টুর্নামেন্ট বাতিল করে এবার ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) শুরু করছে ছেলেদের মতো মেয়েদের ওমেন্স আইপিএল।
আগামী মার্চে ছেলেদের আইপিএল আসরের সাথে শুরু হতে যাচ্ছে মেয়েদের আইপিএল’র উদ্বোধনী আসর। এর আগে সব তোড়জোড় শুরু করেছে বিসিসিআই। ম্যাচ প্রতি প্রায় সাড়ে সাত কোটি রুপিতে মিডিয়া স্বত্ব বিক্রি হয়েছে। আগামী ২৫ জানুয়ারী প্রকাশ করা হবে প্রথম আসরে অংশ গ্রহনকারী পাঁচটি দলের নাম। এর এক সপ্তাহ পর হবে নিলাম। নিলামকে সামনে রেখে এই টুর্ণামেন্টে অংশ নিতে বিশ্বের নামীদামী নারী ক্রিকেটাররা নিজেদের রেজিস্ট্রেশন করছে। দলগুলোর চাহিদা ও ক্রিকেটারদের মেরিট বিবেচনায় শুক্রবার বিসিবি উইমেন্স উইং ৮ জনের চূড়ান্ত একটি তালিকা ভারতে পাঠিয়েছে।
তালিকায় দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপ মাতানো দেশের ব্যাটিং অলরাউন্ডার স্বর্ণা আক্তার, পেস অলরাউন্ডার মারুফা আক্তার ও জাহানারা আলম, অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি, অলরাউন্ডার রুমানা আহমেদ ও সালমা খাতুন, স্পিনার নাহিদা আক্তার ও মিডিয়াম পেস অলরাউন্ডার রিতু মনির নাম রয়েছে।