নিজস্ব প্রতিবেদক
পান্তা-ইলিশে নববর্ষ উদযাপন করেছেন কারাবন্দিরা। সোমবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখ উপলক্ষে দেশের সব কারাগারে বন্দি ও স্টাফদের জন্য বিশেষ খাবার ছাড়াও বিভিন্ন কর্মসূচি আযোজন করা হয়ে ছিল।
কারা সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) নববর্ষের প্রধান আয়োজন করা হয়। এর বাইরেও কাশিমপুর ও কেন্দ্রীয় কারাগারসহ দেশের বিভিন্ন কারাগারে নিজস্ব ব্যবস্থাপনায় সোমবার নতুন বছরের প্রথমদিন বিশেষ আয়োজন হয় বলেও জানান সংশ্লিষ্টরা।
কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক (উন্নয়ন) মো. জান্নাত-উল ফরহাদ এ তথ্য নিশ্চিত করে বলেন, নববর্ষ উদযাপন করতে কারাগারে দিনব্যাপী বেশকিছু কর্মসূচি গ্রহণ করা হয়েছে। নববর্ষের দিন বন্দিদের জন্য সকালে দেওয়া হয়েছে পান্তা-ইলিশ। দুপুরে উন্নতমানের খাবার ও রাতে বিশেষ খাবারের আয়োজন করা হয়েছে। এ ছাড়া বিকেলে বন্দিদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়ে ছিল বলেও জানান তিনি।
জান্নাত-উল ফরহাদ বলেন, ঢাকা কেন্দ্রীয় কারাগারে আয়োজন বড় পরিসরে থাকছে। কেন্দ্রীয় কারাগার ও কাশিমপুর কারাগার নিজ দায়িত্বে র্যালির আয়োজন করেছে। এ ছাড়া দেশের অন্য কারাগারগুলো জাতীয় র্যালিতে অংশ নেবে। এ ছাড়া দেশের সব কারাগারে পান্তা ইলিশের ব্যবস্থা থাকছে বলেও জানান তিনি।
কারা কর্তৃপক্ষ জানিয়েছে, পয়লা বৈশাখ বাঙালির একটি সর্বজনীন উৎসব। এদিন আনন্দঘন পরিবেশে বরণ করে নেওয়া হয় বাংলা নতুন বছরকে। কল্যাণ ও নতুন জীবনের প্রতীক হলো নববর্ষ। অতীতের ভুলত্রুটি ও ব্যর্থতার গ্লানি ভুলে নতুন করে সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনায় উদযাপিত হচ্ছে নববর্ষ।
কারাগারে আরও যেসব আয়োজন ছিলো
সকাল সাড়ে ৮টায় রিজার্ভ পুলিশ (আরপি) গেটে বন্দিদের আত্মীয়-স্বজনকে ওয়েলকাম ড্রিংকস, বৈশাখী হাতপাখা বিতরণ, বাচ্চাদের মধ্যে চরকি ও বৈশাখী ক্যাপ, বেলুন, ভুভুজেলা বিতরণসহ নানা কর্মসূচি পালন করা হয়েছে। পরে কারারক্ষী ব্যারাক থেকে বের হয়ে আবাসিক এলাকার মাঠে এসে র্যালিতে অংশ নেয়। এই র্যালিতে কুলা পার্টি, ব্যান্ড পার্টি, ঘোড়ার গাড়ি, শাড়ি পার্টি, পাঞ্জাবি পার্টি অংশগ্রহণ করে। র্যালি শেষে সব স্টাফের পরিবারসহ আবাসিক এলাকার মাঠের প্যান্ডেলে পান্তা-ইলিশ খাওয়া হয়। সন্ধ্যায় আবাসিক এলাকার মাঠে বৈশাখী আমেজে ফারজানা বিথীর উপস্থাপনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন জনপ্রিয় শিল্পী কোনাল ও লুইপা। এ ছাড়া ছিলো আকর্ষণীয় র্যাফেল ড্র।
সম্পাদক ও প্রকাশক : মোঃ সারোয়ার খান, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৮৮, তরোয়া, নরসিংদী
ফোনঃ 01711205176 ই-মেইল : mdsaroarkhan@gmail.com
Copyright © 2025 Holypennews. All rights reserved.