নিজস্ব প্রতিবেদকঃ
মডেল ও অভিনেত্রী সোনিয়া লাজুকের প্রযোজনায় একুশে টিভির পর্দায় আসছে নতুন নাটক” মায়ার টানে”। সম্প্রতি মুন্সীগঞ্জ জেলার বালাসুর ভাগ্যকূল পদ্মা শুটিং হাউসে একক নাটক মায়ার টানের শুটিং অনুষ্ঠিত হয়। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন শরীফ সালেহীন। নাটকের গল্পে মায়াচরিত্রে অভিনয় করেছেন সোনিয়া লাজুক। পলাশ চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা সাব্বির আহমেদ। গল্পে ভ্রমণ পিয়াসী মায়ার বিয়ের বয়স পার হলেও বিয়ে করতে রাজি নয়। মায়া শহর থেকে গ্রামে এসে শিক্ষিত যুবক পলাশের প্রেমে অন্ধ হয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। শুরু হয় মায়ার টান। এমনি ভাবে বিভিন্ন মোড় নিয়েছে গল্পে। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন হান্নান শেলী, সাহেলা ইসলাম প্রমুখ। অতি দ্রুত নাটকটি দেখা যাবে একুশে টিভির পর্দায়।
সোনিয়া লাজুক তার অনুভূতিতে বলেন, মডেলিং ও নাটকের পাশাপাশি এই প্রথম প্রযোজক হিসেবে আমার নাম লিখলাম । আগামীতে আরো ভালো ভালো নাটক তৈরির পরিকল্পনা রয়েছে। আশা করি নাটকটি সকলের ভালো লাগবে।