মাজাহারুল ইসলাম ইমন
“স্বল্প খরচে, মানসম্মত শিক্ষা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশের বৃহৎ ও স্বনামধন্য বেসরকারী উচ্চশিক্ষা প্রতিষ্ঠান এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এইউবি)’র ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকী-২০২৩ উপলক্ষে মাসব্যাপী কর্মসূচী’র উদ্বোধন করা হয়েছে। বুধবার (৮ ফেব্রুয়ারি) সকালে আশুলিয়াস্থ স্থায়ী ক্যাম্পাসে এ কর্মসূচী’র উদ্বোধন করা। হয়।
কর্মসূচী’র উদ্বোধন উপলক্ষে স্থায়ী ক্যাম্পাসে জাতীয় গ্রন্থাগার দিবস-২০২৩ পালন, ভাষার মাসে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠান ও সমাজের বিভিন্ন পর্যায়ে গুনীব্যক্তিদের গুনীজন সংবর্ধনার প্রদান করা হয়। এতে রাজধানী ঢাকা ও এর আশেপাশের বিভিন্ন প্রতিষ্ঠানের বরেণ্য শিক্ষাবিদ, শিক্ষক, শিক্ষা প্রতিষ্ঠানের সাথে জড়িত বিভিন্ন পর্যায়ের গুরুত্বপূর্ন ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর ব্যাক্তিগত চিকিৎসক ইমিরেটাস প্রফেসর ডা. এবিএম আব্দুল্লাহ।
এইউবি প্রতিষ্ঠাতা প্রফেসর ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক’র সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এইউবি উপাচার্য ইমিরেটাস প্রফেসর ড. শাহজাহান খান ও এইউবি ট্রেজারার প্রফেসর ড. মো: নূরুল ইসলাম, এসময় আরো উপস্থিত ছিলেন এইউবি’র বিভিন্ন অনুষদের ডীন, বিভাগীয় প্রধান, ফ্যাকাল্টিবৃন্দ ও কর্মকর্তা কর্মচারীগণ।
প্রধান অতিথি’র বক্তব্যে ইমিরেটাস প্রফেসর ডা. এবিএম আব্দুল্লাহ বলেন, “আমাদেরকে বইয়ের দিকে ফিরে যেতে হবে। গ্রন্থাগার দিবসের প্রতিপাদ্য স্মার্ট গ্রন্থাগার, স্মার্ট বাংলাদেশকে সামনে রেখে এশিয়ান ইউনিভার্সটি’র এই চমৎকার আয়োজনকে আমি সাধুবাদ জানাই। এইউবি যোগ্য ও দক্ষ জনশক্তি গড়ে তুলছে বলে আমার বিশ্বাস।
এসময় তিনি সম্মাননা প্রাপ্ত সুধীজনদেরকে অভিনন্দন জানান। তিনি সুন্দর এ আয়োজনে উপস্থিত থাকতে পেরে সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
সভাপতি’র বক্তব্যে এইউবি প্রতিষ্ঠাতা প্রফেসর ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক বলেন, বর্তমানে এইউবি’র সার্টিফিকেটধারী প্রায় ২ লাখ গ্র্যাজুয়েট বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে কর্মক্ষেত্রে নিজেদেরকে দক্ষ হিসেবে প্রমান করতে সক্ষম হয়েছে। বাংলাদেশকে একটি উন্নত ও সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তুলতেই এগিয়ে চলছে এইউবি। সেই অগ্রযাত্রায় গ্রন্থাগারের কোন বিকল্প নেই, জাতীয়ভাবে এই দিবসটি পালন করায় অনুষ্ঠানের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।
আলোচনা সভা শেষে সমাজের বিভিন্ন সেক্টরে বিশিষ্ট ব্যক্তি ও স্ব স্ব ক্ষেত্রে প্রতিভাবান গুনীজনদের সংবর্ধনা দেওয়া হয়। এরমধ্যে অন্যতম মাননীয় প্রধানমন্ত্রীর ব্যাক্তিগত চিকিৎসক ইমিরেটাস প্রফেসর ডা. এবিএম আব্দুল্লাহ, সংবাদ উপস্থাপক ও মোটিভেশনাল স্পীকার লায়ন এম আলমগীর, সংবাদকর্মী ও লেখক এম এ আউয়াল, লেখক মেহজাবিন চৌধুরী, সমাজকর্মী সামিয়া অনিক নিরমা, সংবাদকর্মী সানজিদা সুইটি, গীতিকার সুরকার পাপ্পু আহমেদ, ম্যাজিশিয়ান উত্তম কুমার পাল, ব্যবসায়ী আকরাম হোসেন রিংকু, নিরাপত্তা প্রতিষ্ঠান ৩৬০ ডিগ্রীর ডিরেক্টর সালাউদ্দীন আহমেদ। সেই সাথে শহীদ সাংবাদিক সেলিনা হোসেনকে মরনোত্তর সম্মাননা প্রদান করা হয় ।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে আয়োজক এইউবি গ্রন্থাগারিক রাবেয়া আক্তার সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে উদ্বোধনী সমাবেশের সমাপ্তি টানেন ।
পরে আমন্ত্রিত অতিথিরা মেলায় বিভিন্ন স্টল ঘুরে দেখেন। এছাড়াও মেলা উপলক্ষ চিত্রাংকন ও সাধারণ জ্ঞান প্রতিযোগিতার ইভেন্ট রাখা হয়েছিল ।