মনিরুজ্জামান, নরসিংদীঃ
আগামী ১৬ মার্চ নরসিংদী সদর উপজেলার মহিষাশুড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
উক্ত নির্বাচনে দ্বিতীয় মেয়াদে পুনরায় নৌকা প্রতীক পেয়েছেন শাহীন চেয়ারম্যান।
শুক্রবার (৩ মার্চ) বিকালে ১নং ওয়ার্ড দামের ভাওলা গ্রামে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ডা: এনামূল হক (শাহীন) এর সমর্থনে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
নির্বাচনী উঠান বৈঠকে ডা: এনামূল হক শাহীন বলেন বঙ্গবন্ধু তনয়া দেশরত্ন, জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ ও স্মার্ট ইউনিয়ন বিনির্মাণে মহিষাশুড়া ইউপি নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে আমাকে পুনরায় নৌকা প্রতীক উপহার দেওয়ায় আমি দলের প্রতি চির কৃতজ্ঞ। এই ইউনিয়নে উন্নয়নের ধারা অব্যাহত রেখে আমার অসমাপ্ত কাজ শেষ করে মহিষাশুড়া ইউনিয়নকে জননেত্রী শেখ হাসিনার স্মার্ট ইউনিয়নে রুপান্তরিত করতে নৌকা প্রতীকে ভোট দিয়ে আমাকে পুনরায় জয়যুক্ত করে আমাকে ইউনিয়নবাসীর খেদমত করার সুযোগ দিন।
মহিষাশুড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতাউর রসুল রানার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মহিষাশুড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাসেল মাহমুদ, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদের মাস্টার, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য শোয়েব রায়হান, মহিষাশুড়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মো. দ্বীন মোহাম্মদ, মাধবদী থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মনির, মহিষাশুড়া ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মো. হৃদয় প্রমূখ।
বৈঠক শেষে আওয়ামীলীগ নেতাকর্মীদের সাথে নিয়ে ইউনিয়নের বিভিন্ন গ্রামে মানুষের দ্বারে দ্বারে গিয়ে নৌকা প্রতীকে ভোট চাওয়ার পাশাপাশি সকলের সাথে কুশল বিনিময় করেন নৌকার মনোনীত চেয়ারম্যান প্রার্থী ডাঃ এনামূল হক (শাহিন)।