বিনোদন প্রতিনিধি
এস এম আইয়ুব আলী খান কায়ছারের পরিচালনায় “ভাইসাব” নাটকে পর্দায় জুটি বাঁধলেন বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ও সঞ্জয়। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে একুশে টেলিভিশনে ঈদের ৩য় দিন ভাইসব নাটকটি প্রচারিত হবে। নাটকে ভাই সাবের পদ নিয়ে কাড়াকাড়ি অবস্থায় ভুমিকায় থাকবেন কচি খন্দকার, সঞ্জয় রাজ, শাহ মীর,সেলজুক। প্রেমিকা হিসেবে নুসরাত জাহান সামিমা ও অথৈ,
পারিবারিক ভাবে দীপক কর্মকার ও লিজা খানম।
প্রধান সহকারী পরিচালক ফিরোজ আহমেদ, চিত্রগ্রহণে এস এম রনি ,সম্পাদনায় ও রংবিন্যাস এন এইচ ঢালি,
সংগীত পরিচালনায় শিমুল দ্বীপ বিজন। নাটকটি প্রযোজনা করেছেন এস এম জুনায়েদ আলী খান।
নাটক প্রসঙ্গে অভিনেত্রী নুসরাত জাহান সামিমা বলেন, পোরা টিমের সাপোর্টে অসাধারণ লাগলো আর গল্পটি প্রথম লেখক আফজাল আহমেদ ভাই এর আরও অনেক কাজ করেছি এটা নতুনত্ব কিছু পাবে দর্শকরা
হিরো সঞ্জয় রাজ বলেন গল্প শুনে বুঝতে পারছি ভালো হবে এবং ঈদের বিশেষ নাটক মানি আলাদা বিষয় । এছাড়াও ঈদের বিশেষ নাটক জামাই বন্ধবকে জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমানের সাথে কাজ করছি এ নাটকটি ঈদের দ্বিতীয় দিন রাত দশটায় একুশে টেলিভিশনে প্রচারিত হবে।