মনিরুজ্জামান, নরসিংদীঃ
নরসিংদীতে আলহাজ্ব ফজলুল করিম কিন্ডার গার্টেন এন্ড জুনিয়র স্কুলের নবীন বরণ ও বই বিতরণ উৎসব ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(১ জানুয়ারি ) সকাল দশটায় বিদ্যালয়ের নবাগত ও প্রাক্তন শিক্ষার্থীদের শিক্ষক শিক্ষিকা ও পরিচালনা পরিষদের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
পরে বিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাস মাস্টার গার্ডেনে বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব মোস্তফা আজিজুল করিম’র সভাপতিত্বে ও উপাধ্যক্ষ শাহাদাত হোসেন’র সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, দীর্ঘ দেড় যুগ ধরে এই স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানটি মাধবদী ও এর আশপাশের এলাকার কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে। বর্তমানে এখানের শিক্ষার্থীরা বিভিন্ন নামি দামি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি বিভিন্ন সরকারি – বেসরকারি প্রতিষ্ঠানে সুনামের সাথে চাকুরী করে আসছে। বিদ্যালয়ের পরিচালনা পরিষদ, শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকদের সমন্বিত প্রচেষ্টায় আলহাজ্ব ফজলুল করিম কিন্ডার গার্টেন বর্তমানে অত্র অঞ্চলের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে দ্যুতি ছড়িয়ে যাচ্ছে।
বিদ্যালয়ের শ্রেষ্ঠত্বের ধারা অব্যাহত রাখতে ছাত্র ছাত্রীদের পড়ালেখার পাশাপাশি তাদেরকে সত্যিকারের আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষক শিক্ষিকাদের আরো আন্তরিক হওয়ার পাশাপাশি অভিভাবকদের সহযোগীতা কামনা করেন তারা।
এসময় বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সর্বজন শ্রদ্ধেয় প্রয়াত আলহাজ্ব ফজলুল করিম’র সমাজ সংস্কারমূলক কাজ ও শিক্ষা বিস্তারে অনবদ্য অবদানের স্মৃতিচারণ করে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন তারা।
এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক খন্দকার কামরুন নাহার করিম, সদস্য সচিব আলহাজ্ব মুসলেহ উদ্দিন, পরিচালক মনিরুজ্জামান মনির, মিজানুর রহমান ও হুমায়ূন কবির পাঠান প্রমুখ বক্তব্য রাখেন।
পরে বই বিতরণ উৎসব ২০২৪ উপলক্ষ্যে শিক্ষার্থীদের মাঝে নতুন বছরের বই বিতরণ করা হয়। এসময় নতুন বই পেয়ে শিক্ষার্থীরা আনন্দ উল্লাসে মেতে ওঠে।