নরসিংদী প্রতিনিধি: নরসিংদী রায়পুরার আমিরগঞ্জে ইউনিয়ন যুবলীগের কয়েকজন নেতাদের মিথ্যা মামলা দিয়ে ফাসানোর অভিযোগ উঠেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, শরিফুল ইসলাম নামে ছাত্রলীগের এক নেতা নিজে বাদী হয়ে রায়পুরা থানায় একটি অভিযোগ করেন। ১। মাকসুদ খান ২। পাভেল খান ৩। পিয়াস ৪। নুর উদ্দিন ৫। কামাল মিয়া ৬। হোসেন মৃধা ৭। সাখাওয়াত হোসেন তাদের সাথে পূর্ব থেকে বিভিন্ন বিষয়াদী নিয়া বিরোধ ও শত্রুতা চলে আসছে। এরই জের ধরে গত ১ তারিখং শরিফুল ও তার সহপাঠী মোঃ সুমন খন্দকার মোটর সাইকেল করে বাসায় যাওয়ার রায়পুরা থানার পথে আমিরগঞ্জ ইউপি হাসনাবাদ বাজারে আসলে তারা হামলা করে ও আহত করে।
এই অভিযোগের বিষয়ে অভিযুক্ত ইউনিয়ন যুবলীগের নেতা মাকসুদ, পাভেল সহ অন্যান্যরা জানায়, সম্পূর্ণ ঘটনাটাই উদ্দেশ্য প্রণোদিত ভাবে রাজনৈতিক ফায়দা লুটার জন্য সাজানো হয়েছে। আমরা এই ঘটনার সাথে কোনো ভাবেই জড়িত না। আমাদের নামে মিথ্যা অভিযোগ করা হয়েছে থানায়। আমরা সব সময় বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ও আওয়ামী লীগের পক্ষে হয়ে রাজপথে কাজ করে যাচ্ছি।
আমরা ইউনিয়ন যুবলীগের নেতাকর্মী। আমাদের মিথ্যা মামলা দিয়ে বা মিথ্যা অভিযোগ দিয়ে থামিয়ে রাখা যাবে না। বারবার কিছু কুচক্রী মহল তাদের উদ্দেশ্য হাসিলের জন্য এই কাজগুলো করে যাচ্ছে।