নিজস্ব প্রতিবেদক
রক্ষকের আসনে বসে ভক্ষক হয়ে সাধারণ মানুষের ভূমি গ্রাস করছন এমনটাই অভিযোগ উঠেছে আমদিয়া ইউপির সাবেক চেয়ারম্যান নাজিমুদ্দিন ভূঁইয়া রিপনের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নরসিংদী সদর উপজেলার আমদিয়া ইউনিয়নের আখালিয়া ও কান্দাইল এলাকায়। ওই ইউনিয়নের আখালিয়া এলাকার আব্দুল হাইয়ের ছেলে দেলোয়ার হোসেন জমি আত্মসাত্রের এ অভিযোগ করেন।
সরেজমিনে ও অভিযযোগকারীর তথ্য মতে কান্দাইল মৌজার এস এ রেকর্ডে গিরিশ চন্দ্র গোপ মালিক থেকে মৃত্যুবরন করেন । অতপর গিরিশ চন্দ্র গোপের ছেলে সন্তোস চন্র গোপ পৈত্রিক সূত্রে মালিক হয়ে আর এস খতিয়ানে মালিক হইয়া ১৯৮৩ সনে ১০৮৮৫নং দলিলে রহমত আলী ও বীর মুক্তিযোদ্ধা আবুল হাই’র ছেলে দেলোয়ার হোসেন’র নিকট বিক্রি করিয়া নিস্বত্তবান হন। আমদিয়া ইউপির সাবেক চেয়ারম্যান রিপন বিষয়টি অবগত থাকা সত্ত্বেও সন্তোষ চন্দ্রকে নি:সন্তান দেখিয়ে নিজে ওয়ারিশ সনদ দিয়ে নরেশ ও পরেশ নামে তার দুইজন চাচাত ভাই থাকলেও অনৈতিক ভাবে শুধু মাত্র নরেশকে ওয়ারিশ দেখিয়ে নিজের পকেটের লোকদের নামে ওই জমির পাওয়ার করে বিভিন্ন কোম্পানীর নিকট বিক্রি করেন।
অভিযোগকারী দেলোয়ার হোসেনদের ভোগদখলীয় ৪৫ শতাংশ জমি ১৩১৬৫/১৮ দলিলে কাওলা করে নামজারী করে নেন রিপন।
দেলোয়ার হোসেন আরো বলেন, নাজিম উদ্দিন ভূঁইয়া রিপন চেয়ারম্যান থাকাকালীন সময়ে নামে-বেনামে অনেক ভূয়া ওয়ারিশ সনদ প্রদান করিয়া নিজের বিশ্বস্ত লোকদের নামে পাওয়ার করিয়ে নিয়ে বিভিন্ন কোম্পানীর কাছে বিক্রি করেছেন। এলাকায় প্রভাব-প্রতিপত্তি থাকায় তার বিরুদ্ধে কেউ মুখ খোলার সাহস রাখেনা। তাছাড়ার তার আছে এক বিশাল লাঠিয়াল বাহিনী। শুধু তাই নয় তার বড় ভাই সিআইপি হওয়ার সুবাদে হাত অনেক লম্বা। তাদের বিরুদ্ধে কথা বললে বা প্রতিবাদ করলে এলাকায় শান্তিতে বসবাস করাটাই দায় হয়ে দাঁড়ায়। এই নাজিম উদ্দিন ভূঁইয়া রিপন একজন সুবিধাবাদী লোক। তিনি সরকার বদলের সাথে সাথে দল পাল্টাতে সময় নেন না। তার এই প্রভাব-প্রতিপত্তির ফলে এলাকার কেউ তার বিরুদ্ধে বা তার অপরাধের বিরুদ্ধে প্রতিবাদ করেন না। তার এমন অপরাধের কারণে এলাকার মানুষ তার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন।
এদিকে গত ২২ আগস্ট ভুক্তভোগি দেলোয়ার হোসেন নিজের জমি ঠিক রাখতে নাজিম উদ্দিন রিপনের নামজারির বিরুদ্ধে সহকারী কমিশনার (ভূমি) নরসিংদী সদর এর বরাবর নামজারি বাতিল করে দেলোয়ার হোসেন’র নিজ নামে নামজারির দেওয়ার আবেদন করেন।
এব্যাপারে স্থানীয় ইউ পি যুবলীগ আহ্বায়ক রাসেল বলেন, রিপন একজন সুবিধাবাদী দল ও লীগ হিসেবে ক্ষমতাপুষ্ট হয়ে ইউনিয়নের অনেক মানুষের হক নষ্ট করেছেন সম্পত্তি গ্রাস করেছেন। আমি নিজেই একজন ভূক্তভোগি।
আমদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান আবদুল্লা ইবনে রহিছ মিঠু এর সাথে সাক্ষাৎ করলে তিনি বলেন, দেলোয়ার হোসেন নামে একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান অভিযোগের বিষয়টি আমাকে অবগত করেছে। এছাড়াও স্থানীয় ও বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় সাবেক চেয়ারম্যান নাজিম উদ্দিন ভূঁইয়ার বিভিন্ন অপকর্মের কথা উল্লেখ করে ভূমিদস্যু আখ্যায়িত করে সংবাদ প্রকাশিত হয়েছে।