সব
facebook raytahost.com
আজ বিজয়া দশমী; প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে ৫ দিনের দুর্গোৎসবের | Holypennews

আজ বিজয়া দশমী; প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে ৫ দিনের দুর্গোৎসবের

আজ বিজয়া দশমী; প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে ৫ দিনের দুর্গোৎসবের

মো. শাহাদাত হোসেন রাজু
শারদীয় দুর্গোৎসবের আজ বিজয়া দশমী। পাঁচ দিনের শারদ উৎসবের শেষ দিন।  বুধবার (৫ অক্টোবর) প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের এবারের প্রধান ধর্মীয় এ উৎসব। বিজয়া দশমী উপলক্ষে আজ সরকারি ছুটির দিন।
দেবী দুর্গা পাচঁ দিনের জন্য গজে (হাতি) চড়ে কৈলাশ থেকে মর্তে বাবার বাড়ি এসেছিলেন। আজ ভক্তদের কাঁদিয়ে নৌকায় করে পুনরায় ফিরবেন কৈলাশে। মা চলে যাচ্ছেন বলে ভক্তদের মন খারাপ।
উদযাপন পরিষদ এর তথ্য মতে জানা যায়, বিসর্জনের দিনে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে সকাল ৯টা ৫৭ মিনিটের মধ্যে দশমীর বিহিত পূজা এবং পূজা শেষে দর্পণ বিসর্জন। দুপুর ১২টায় রয়েছে স্বেচ্ছায় রক্তদান। বিকেল ৪টায় রয়েছে বিজয়া শোভাযাত্রা।
বুধবার (৫ অক্টোবর) রাজধানীর শাঁখারীবাজার ঘুরে দেখা যায়, সকাল থেকেই ভক্তরা মায়ের বিসর্জন পূজা করছেন। মায়ের কাছে প্রার্থনা করছেন যেন মা তাদের আগামী দিনগুলোতে ভালো রাখেন। তাদের মঙ্গল করেন।
ঢাকার পার্শ্ববর্তী জেলা নরসিংদী শহরে বিজয়া দশমী উপলক্ষে সন্ধায় বিজয় মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রাত দশটায় পৌর দশমিক ঘাটে বিসর্জনের মধ্য দিয়ে নরসিংদীতে ভক্তরা বিদায় জানাবে মা দুর্গাকে।
বিসর্জন পূজা করতে আসা ভক্ত লিপি সরকার বলেন, মা এসেছেন, আবার চলে যাচ্ছেন। মায়ের চলে যাওয়ার এই ক্ষণে আমরা আমাদের সাধ্যানুযায়ী মাকে বিদায় জানাবো। মায়ের কাছে প্রার্থনা যেন সবাইকে ভালো রাখেন। দেশের ভালো করেন। আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল করেন।
হরিপদ ধর বলেন, গত দুই বছর করোনার কারণে মায়ের পূজা ভালোভাবে হয়নি। দুই বছর পর এবার বড় আকারে পূজা হচ্ছে। আমরা অনেক আনন্দিত। সকাল থেকে মায়ের বিসর্জন পূজা করলাম। বিকেলে মা চলে যাচ্ছেন। মা চলে যাচ্ছেন বলে মন খারাপ হচ্ছে। তবে মা আগামী বছর পুনরায় ফিরে আসবেন এটাই কামনা করছি। মা যেন আমাদের মঙ্গল করেন।
ভক্ত কৃষ্ণা সাহা বলেন, মা এই ধরণী ছেড়ে চলে যাওয়ায় আমাদের সবার মধ্যে বইছে বেদনার সুর। কিন্তু এটাই নিয়ম মাকে চলে যেতে হবে। মা আবার আগামী শরতে আসবেন আমাদের জন্য মঙ্গলের বার্তা নিয়ে। মার কাছে আমাদের সবার একটাই চাওয়া ছিলো তিনি যেন এ ধরনীর বুকে যে শান্তির বার্তা দিয়েছেন তা যেন একটি বছর অক্ষুণ্ণ থাকে। আর মায়ের আশীর্বাদে আমরা যেন সবাই শান্তিতে বসবাস করতে পারি।

আপনার মতামত লিখুন :

রাজশাহীতে বিভাগীয় পর্যায়ে সংবর্ধিত হলেন পাঁচ শ্রেষ্ঠ জয়িতা

রাজশাহীতে বিভাগীয় পর্যায়ে সংবর্ধিত হলেন পাঁচ শ্রেষ্ঠ জয়িতা

নরসিংদী আইনজীবী সমিতির পক্ষ থেকে সদ্য যোগদানকৃত জেলা ও দায়রা জজ’র সংবর্ধনা

নরসিংদী আইনজীবী সমিতির পক্ষ থেকে সদ্য যোগদানকৃত জেলা ও দায়রা জজ’র সংবর্ধনা

কোটা আন্দোলনকারীদের নতুন কর্মসূচি ঘোষণা

কোটা আন্দোলনকারীদের নতুন কর্মসূচি ঘোষণা

রাজশাহীতে আন্তর্জাতিক গৃহশ্রমিক দিবস পালন

রাজশাহীতে আন্তর্জাতিক গৃহশ্রমিক দিবস পালন

আন্দোলনকারীদের উপর ছাত্রলীগের হামলা, ছাত্রীরাও মারধরের শিকার

আন্দোলনকারীদের উপর ছাত্রলীগের হামলা, ছাত্রীরাও মারধরের শিকার

নরসিংদীতে সিএনজি-কাভার্ডভ্যানের সংঘর্ষে শিশুসহ দুইজনের মৃত্যূ; আহত-৪

নরসিংদীতে সিএনজি-কাভার্ডভ্যানের সংঘর্ষে শিশুসহ দুইজনের মৃত্যূ; আহত-৪

সর্বশেষ সংবাদ সর্বাধিক পঠিত
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : মোঃ সারোয়ার খান

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৮৮, তরোয়া, নরসিংদী
ফোনঃ 01711205176 ই-মেইল : mdsaroarkhan@gmail.com
©২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Khan IT Host .com