নিজস্ব প্রতিবেদক
গণতন্ত্র দিবস উপলক্ষে আগামী ১৫ সেপ্টেম্বর ঢাকায় সমাবেশ করবে বিএনপি। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ভোরের কাগজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বিএনপির এই সিনিয়র নেতা বলেন, সোমবার (৯ সেপ্টেম্বর) দলটির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সমাবেশ সফল করতে স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের নেতৃত্বে কমিটি গঠন করা হয়েছে।